Virat Kohli (Photo Credit: Circle of Cricket/ X)

IND vs SA Ranchi ODI: রাঁচিতে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল টিম ইন্ডিয়া। ১৭ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল কেএল রাহুলের দল। এদিন সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৩৪৯ রান। জবাবে ১৩০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত দারুণ লড়ে দক্ষিণ আফ্রিকা করে ৩৩২ রান। দুটি দল মিলিয়ে রাঁচিতে মোট ৬৮২ রান হয়। ১২০ বলে ১৩৫ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি। ৬৮ রানে ৪ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা নেন কুলদীপ যাদব।

কোহলি, কুলদীপের পাশাপাশি ভাল পারফম করেন রাহুল, হর্ষিত

হর্ষিত রানা ৩টি ও আর্শদীপ সিং ২টি উইকেট নেন। অধিনায়ক কেএল রাহুল ৬০ ও রোহিত শর্মা ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

দারুণ জয় ভারতের

১১ রানে ৩ উইকেট থেকে দারুণ লড়াই দক্ষিণ আফ্রিকার

রান তাড়া করতে নেমে মাত্র ১১ রানের মধ্যে ৩টি উইকেট হারান। শুরুতেই ফিরে যান দুই প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন (০), আইডেন মার্করাম (৭),ও তিনে কুইন্টন ডি'কক (০) দ্রুত ফিরে যান। এত খারাপ জায়গা থেকেও দক্ষিণ আফ্রিকা লড়াই করে মার্কো ইয়ানসেন (৭০) ও কর্বিন বোস (৬৭) দুরন্ত লড়াইয়ে।