India Beats Pakistan: দুবাইয়ের মহারণে টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্য়ান্সে একেবারে উড়ে গেল পাকিস্তান। পহেলগাম হামলা, অপারেশন সিঁদুরের পর প্রথম ভারত-পাকিস্তান ম্যাচটা একেবারে একপেশেভাবে জিতলেন সূর্যকুমার যাদবরা। দুবাইয়ের অনেকটা খালি স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সামনে পাকিস্তানকে একেবারেই দুর্বল দেখাল। জয়ের জন্য মাত্র ১২৮ রান তাড়া করতে নেমে, ২৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে নিলেন সূর্যকুমার-রা। ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হলেন কুলদীপ যাদব। টুর্নামেন্টের প্রথম ম্য়াচে ইউএই-র বিরুদ্ধে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ। অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। এই জয়ের সুবাদে এক ম্য়াচ বাকি থাকতেই সুপার ফোরে ওঠা নিশ্চিত করল টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে একপেশে ম্যাচ জিতল ভারত। ওপেনার অভিষেক শর্মা (১৩ বলে ৩১) শুরু থেকেই ঝড় তুলে রান তাড়া করার কাজটা সহজ করে দিয়েছিলেন। শুভমন গিল (৭ বলে ১০) শুরুতে আউট হলেও চাপে ছিল না টিম ইন্ডিয়া। পাকিস্তান একেবারে খারাপ ব্যাটিং, জঘন্য বোলিং, বাজে ফিল্ডিং করে ভারতের কাছে ধরাশায়ী হল।
ম্য়াচের সেরা কুলদীপ যাদব (৩/১৮)
অভিষেক ঝড় তুলে আউট হওয়ার পর, তিলক ভর্মাকে নিয়ে জয়ের দিকে দলকে পৌঁছে দেন সূর্যকুমার। দলের জয় থেকে ৩১ রান দূরে আউট হন তিলক (৩১ বলে ৩১)। এরপর শিবম দুবে-কে নিয়ে দলের জয় নিশ্চিত করেন সূর্যকুমার (৩৭ বলে ৪৭ অপরাজিত)। দুবে ১০ রানে অপরাজিত থাকেন। আইপিএলের দেশের সামনে সব বিভাগে পাকিস্তানের ক্রিকেটকে বিপিএল (Below Poverty level) দেখালো।
পাকিস্তানকে হেলায় হারাল টিম ইন্ডিয়া
India notch up their second win of the Asia Cup in style 👏#INDvPAK 📝: https://t.co/8loFQqXKKO pic.twitter.com/iabrOqgJh7
— ICC (@ICC) September 14, 2025
ব্য়াটিং, ফিল্ডিং, বোলিং- সব বিভাগেই ধরাশায়ী পাকিস্তান
পাকিস্তানের ৩টি উইকেটই পান সাইম আয়ুব। সুপার ফোরে উঠতে হলে পাকিস্তানকে এবার হারাতেই হবে সংযুক্ত আরবআমিরশাহি-কে। গ্রুপে ভারতের শেষ ম্যাচ ওমানের বিরুদ্ধে। সব ঠিক থাকলে আগামী রবিবার আবার দুবাইয়ে সুপার ফোরের ম্য়াচে হতে চলেছে ভারত বনাম পাকিস্তান।