Team India Asia Cup 2025 Champion: পাকিস্তানকে হারিয়ে আরও একবার এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হল ভারত। দুবাইয়ে উত্তেজক ফাইনালে সলমন আলি আঘার দলকে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে নবমবার চ্যাম্পিয়ন হল সূর্যকুমার যাদবের দল। পুরো টুর্নামেন্টে সব কটি ম্য়াচ জিতে এবারের এশিয়া কাপে খেতাব জিতল টিম ইন্ডিয়া। গতবারের মত এবারও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। পুজো দেখার ফাঁকে টিম ইন্ডিয়ার জয়ের খবর শুনে লাফিয়ে উঠল কলকাতাবাসী। উত্তেজক ফাইনালে রান তাড়া করতে নেমে কঠিন জায়গা থেকে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে জেতালেন তিলক ভর্মা। চার উইকেট নিয়ে দলের জয়ের বড় ভূমিকা নিলেন কুলদীপ যাদব।
টানা তিনটি রবিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
ফাইনাল সহ টানা তিনটে রবিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়ার সিংহাসন ধরে রাখল টি-২০ ফর্ম্য়াটের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল টিম ইন্ডিয়া। শুরুতেই আউট হয়ে যান এবারের এশিয়া কাপে টিম ইন্ডিয়ার টপ অর্ডার তিন তারকা- এবারের টুর্নামেন্টে সেরা অভিষেক শর্মা (৫), সূর্যকুমার যাদব (১) ও শুভমন গিল (১২) পাক পেসারদের বলে আউট হয়ে যান। ২০ রানে ৩ উইকেট থেকে ভাল দারুণ খেলতে থাকেন তিলক। প্রথমে সঞ্জু স্য়ামসন (২১ বলে ২৪), তারপর শিবম দুবে (২২ বলে ৩৩)-কে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান তিলক।
ফের বাইশ গজে এশিয়া সেরা টিম ইন্ডিয়া
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 𝐎𝐅 𝐀𝐒𝐈𝐀 🇮🇳
It was always meant to be 😉
Watch the Asia Cup Final LIVE NOW on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #DPWorldAsiaCup2025 #INDvPAK pic.twitter.com/Xg5G4V4fBy
— Sony Sports Network (@SonySportsNetwk) September 28, 2025
শেষ ওভারের নাটক
শেষ ওভারে জিততে হলে টিম ইন্ডিয়াকে করতে হত ৯ রান, হাতে ছিল ৫টি উইকেট। পাক পেসার হ্যারিস রউফের বলে বলে দুটি রান নেন তিলক। তারপরের বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেন। এরপর সিঙ্গল নিয়ে প্রান্ত বদল করেন, স্কোর সমান হয়ে যায়। ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে উইনিং স্ট্রোকটি নেন রিঙ্কু সিং। হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় এদিনই টুর্নামেন্টে প্রথমবার খেলতে নামেন রিঙ্কু। আর ১ বলে ৪ রান করে উইনিং স্ট্রোক খেলে ম্য়াচ জিতে মাঠ ছাড়েন রিঙ্কু।
নিজেদের দোষেই ডুবল পাকিস্তান
গ্রুপ লিগ, সুপার ফোরে থেকে ফাইনালে অনেক বেশি লড়াই করলেও, নিজেদের দোষেই এদিন হারল পাকিস্তান। গ্রুপ লিগ, সুপার ফোরে থেকে ফাইনালে অনেক বেশি লড়াই করলেও, নিজেদের দোষেই এদিন হারল পাকিস্তান। প্রথমে ব্য়াট করতে নেমে ইনিংসের ১২ ওভার পর্যন্ত দারুণ জায়গায় ছিল পাকিস্তান। কিন্তু ৩৩ রানের মধ্যে শেষ ৯টি উইকেট হারিয়ে মুখথুবড়ে পড়েছিল পাকিস্তান। ১ উইকেটে ১১৩ রান থেকে পাকিস্তানের ইনিংস মাত্র ১৪৬ রানে শেষ হয়ে গেল। এরপর রান তাড়া করতে নাাম ভারতকে শুরুতে চাপে রেখেও ভুল ফিল্ডিং সাজিয়ে, খারাপ অধিনায়কত্বের কারণে শেষ পর্যন্ত হারতে হল পাকিস্তানকে।