India beats Pakistan. (Photo Credits:X)

India Beats Pakistan: গ্রুপ লিগের পর এবার সুপার ফোরে। এশিয়া কাপে (Asia Cup 2025) ৭দিনের ব্যবধানে দু'বার পাকিস্তানকে হেলায় হারিয়ে দিল ভারত। গত রবিরারের থেকে এদিন দুবাইয়ে পাকিস্তান ভাল ব্য়াট করলেও, অভিষেক শর্মা (Abhishek Sharma)-দের দুরন্ত ব্যাটিংয়ে টিম ইন্ডিয়াকে জিততে তেমন কসরত করতে হল না। প্রথমে ব্য়াট করে পাকিস্তান ৫ উইকেটে ১৭১ রান করে। জবাবে ৭ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল টিম ইন্ডিয়া। ৩৯ বলে ৭৪ রান করে টিম ইন্ডিয়ার জয়ের নায়ক অভিষেক শর্মা। ভাল ইনিংস খেললেন শুভমন গিল (২৮ বলে ৪৭ রান)।

ওপেনিং জুটিতে গিল-অভিষেক ৫৯ বলে ১০৫ রান করেন

জয়ের জন্য ১৭২ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটি অভিষেক ও শুভমন গিলের ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপটাই জয়-পরাজয়ে বড় ব্যবধান গড়ে দিল। অধিনায়ক সূর্যকুমার যাদব শূন্য রানে আউট হলেও, সঞ্জু স্যামসন (১৭ বলে ১৩) তেমন কিছু করতে না পারলেও অভিষেকের ঝড়ো ৫ ছক্কা, ৬টি বাউন্ডারির সৌজন্যে জিততে বিশেষ বেগ পেতে হল না। তিলক ভর্মা শেষ পর্যন্ত দলকে জিতিয়ে আনেন।

অভিষেক-গিলের ওপেনিং পার্টনারশিপে জিতল ভারত

পাক বোলিং ডোবাল

পাকিস্তানের শাহিদ আফ্রিদি, সাইম আয়ুবের মত তারকা বোলাররা এদিন হতাশ করলেন। অভিষেক ও সূর্যকে পরপর আউট করে দলকে ম্য়াচে ফেরানোর চেষ্টা করেছিলেন হ্য়ারিস রউফ। কিন্তু এরপর পাক বোলাররা ফের খারাপ বোলিং করেন।

দুই রবিবারের জয়ের ফারাক

গত সপ্তাহে টিম ইন্ডিয়া ৭ উইকেটে, ২৫ বল বাকি থাকতে ১২৭ রান তাড়া করে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছিল। আর এদিন সূর্যকুমাররা জিতলেন ১৭১ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ৭ বল বাকি থাকতে।

ভারতের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ, বুধবার

এবার সুপার ফোরে টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, বুধবার। আর তারপর সুপার ফোরের শেষ ম্যাচে টিম ইন্ডিয়া খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অন্যদিকে, পাকিস্তান ডু অর ডাই ম্য়াচ আজ, সোমবার খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর সলমনদের সুপার ফোরের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে, বৃহস্পতিবার। সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে। আর ভারত এবার হারাল পাকিস্তানকে