Indian Hockey Team. (Photo Credits: X)

আরও একবার এশিয়ান হকিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। মঙ্গলবার হুলনবুইরে আয়োজিত ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে টানা দু'বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ((Asian Champions Trophy 2024) পুরুষদের হকিতে খেতাব জিতল ভারত।  গতবার চেন্নাইয়ে মালয়েশিয়াকে ফাইনালে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের চতুর্থ খেতাব জিতেছিল ভারত। আর এবার আয়োজক দেশ চিনকে ফাইনালে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স হকিতে ভারত তাদের পঞ্চম খেতাব জিতল। পাশাপাশি প্যারিস অলিম্পিক ব্রোঞ্জ পদক জয়ের পর প্রথম টুর্নামেন্ট খেলতে নেমে তাতে চ্যাম্পিয়ন হল ভারতীয় পুরুষ হকি দল।

সীমিত শক্তি নিয়ে এদিন শক্তিশালী ভারতের বিরুদ্ধে বেশ লড়াই করল প্রথমবার কোনও বড় টুর্নামেন্টের ফাইনালে খেলা চিন। একটা সময় ভারতকে বেশ চেপেও ধরেছিল চিন। কিন্তু যোগরাজ সিং-য়ের দুরন্ত গোলে শেষ অবধি জেতে ভারত।

এবারের এই টুর্নামেন্টে সাতটা ম্যাচ খেলে সাতটাতেই জিতে, মোট ২৬টা গোল করে চ্যাম্পিয়ন হয়ে হরমনপ্রীত সিংয়ের দল প্রমাণ করল এশিয়ান হকিতে ভারত বাকিদের টেক্কা দিয়ে এখন অনেকটা এগিয়ে গিয়েছে। দু বছর আগে এশিয়ান গেমসে সোনা, টানা দু বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ২০২২ এশিয়া কাপ হকির ফাইনালে খেলা- দুনিয়ার সবচেয়ে বড় মহাদেশে পুরুষদের হকিতে ভারতের একাধিপত্য।

পাঁচবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতল ভারত

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের খেতাব

২০২৪ হুলনবুইর (চিন), ২০২৩ চেন্নাই, ২০১৮ মাসকট (ওমান) (পাকিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন), ২০১৬ কুয়ানতান (মালয়েশিয়া), ২০১১ ওরদোস (চিন)।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪ ভারতের ফল

লিগের ম্যাচে

চিনের বিরুদ্ধে: ৩-০ গোলে জয়ী

জাপান: ৫-১ গোলে জয়ী

মালয়েশিয়া: ৮-১ গোলে জয়ী

দক্ষিণ কোরিয়া: ৩-১ গোলে জয়ী

পাকিস্তান: ২-০ গোলে জয়ী

সেমিফাইনাল

দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাস্ত করে ফাইনালে

ফাইনাল

চিনকে ১-০ গোলে হারিয়ে খেতাব জয়

মোট ৭টা খেলে ৭টাতেই জয়। পুরো টুর্নামেন্টে ২৬টা গোল করে চ্যাম্পিয়ন।