What a spell from Bumrah. (Photo Credits: Twitter)

কাটল ১৩ বছরের খরা। বাইশ গজে বিশ্বসেরা ভারত। কপিল দেব, মহেন্দ্র সিং ধোনির পর এবার ভারতকে বিশ্বকাপ এনে দিলেন অধিনায়ক রোহিত শর্মা। বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। উত্তেজক ফাইনালে শেষ পর্যন্ত একটা ক্যাচ বড় ফারাক গড়ে দিল। ম্যাচের শেষ ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের শটটা নিশ্চিতভাবেই ওভার বাউন্ডারি হচ্ছিল, সেখান থেকে বাজপাখির মত ছোঁ মেরে অবিশ্বাস্য ক্যাচ লুফে ভারতকে কাপ এনে দিলেন সূর্যকুমার যাদব। বল হাতে অবিশ্বাস্য বল করলেন জশপ্রীত বুমরা। বুমরা ১৮ রানে ২ উইকেট আর সঙ্গে আর্শদীপ সিংয়ের ২০ রানে ২ উইকেটের স্পেলটাই বড় ফারাক গড়ল।

২০০৭ প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু তারপর কিছুতেই কাপ আসছিল না। আইপিএল চালু হওয়ার পর থেকে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারছিল না বলে কম কটাক্ষ হয়নি। গত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর তো রোহিত, বিরাটদের বাদ দেওয়ার কথাও হয়েছিল। কিন্তু সব সমালোচনার এই বিশ্বকাপে তুলে নিলেন রোহিতরা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান-সেরা চার দেশকে হারিয়েই এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত।

দেখুন ছবিতে

হার্দিক ২০ রান দিয়ে নিলেন ৩ উইকেট। আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজে টুর্নামেন্টের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত একাধিপত্য দেখিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। হেনরিক ক্লাসেনের ২৭ বলে ৫২ রানের অবিশ্বাস্য ইনিংসটা শেষ পর্যন্ত কাজে এল না।

অথচ ফাইনালে একটা সময় বেশ চাপের মত জায়গায় ছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৩৪ রানের মধ্যে টপ অর্ডারের তিনজন আউট। অনেকেই মাথায় হাত দিয়ে বসে বলেছিলেন, সাত মাস আগের মত ফের ফাইনালে অপেক্ষা করছে। ব্রিজটাউনে টি-২০ বিশ্বকাপের ফাইনালে তখন দাপাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। রোহিত শর্মা (৯), ঋষভ পন্থ (০), সূর্যকুমার যাদব (৩)-দ্রুত আউট হয়ে গিয়েছেন। সেখান থেকে ফাইনালের মোড় ঘুরিয়ে দিলেন পাঁচে নামা অক্ষর প্যাটেল। চাপের খেলার পেন্ডুলামটা প্রোটিয়া শিবিরের দিকে ঘুরিয়ে দিলেন অক্ষর। তারপর ধরলেন কোহলি। শেষের দিকে শিবম দুবে। কোহলির ৫৯ বলে ৭৬, অক্ষর প্যাটেলের ৩১ বলে ৪৭ ও শিবম দুবের ১৬ বলে ২৭ রানের ক্যামিও-তে জয়ের মত জায়গায় থাকে টিম ইন্ডিয়া।