Nagpur T20I; বৃষ্টিভেজা আট ওভারের ম্যাচে ভারতকে জেতালেন রোহিত শর্মা, নাগপুরে জিতে সিরিজে সমতা টিম ইন্ডিয়ার
Rohit Sharma. (Photo Credits: Getty Images)

নাগপুর, ২৯ সেপ্টেম্বর: কমলালেবুর শহরে বৃষ্টি বিঘ্নিত টি২০-তে ম্যাচে ভারতকে জেতালেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ ওভারের প্রথম দুটো বলে ১০ রান তুলে দারুণ ক্যামিও ইনিংস খেলে দলকে ৬ উইকেটে জেতালেন দীনেশ কার্তিক। কুড়ি ওভারের ম্যাচ কমে দাঁড়ায় ৪৮ বলে। বৃষ্টি বিঘ্নিত আট ওভারের ম্যাচে ৯০ রান তাড়া করতে নেমে, ভারত জিতল ৬ উইকেটে ৪ বল হাতে রেখে।২০ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা রোহিত শর্মা। ৪টে বাউন্ডারি, ৪টে ওভার বাউন্ডারিতে সাজানো রোহিতের ইনিংসে ছিল শটের ফুলঝুরি। দীর্ঘদিনে পর রোহিতের ব্যাটে দেখা মিলল পুরনো ঝলক। শেষ ওভারের প্রথম ২টো বলে ওভার বাউন্ডারি, আর বাউন্ডারি হাঁকিয়ে ফিনিশার দীনেশ কার্তিক দলকে জিতিয়ে আনলেন। মোহালিতে হারের পর নাগপুরে জিতে সিরিজে সমতায় ফিরল টিম ইন্ডিয়া। সিরিজের নির্ণায়ক তথা তৃতীয় টি-২০ ম্যাচ রবিবার হায়দরাবাদে।

প্রথমে ব্যাট করতে নেমে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও অস্ট্রেলিয়াকে ভাল জায়গায় পৌঁছে দেন মোহালি ম্যাচের হিরো ম্যাথু ওয়েড (২০ বলে ৪৩ রান অপরাজিত)। ১৫ বলে ৩১ রান করে ওপেনার-অধিনায়ক অ্যারন ফিঞ্চও ভাল খেলেন। চোট সারিয়ে দলে ফেরা বুমরা দু ওভারে ২৩ রান দিয়ে নেন ১টি উইকেট। অক্ষর প্যাটেল ১৩ রান দিয়ে নেন ২টি উইকেট। আরও পড়ুন-হকির সিংহাসনেও প্রাক্তন তারকা খেলোয়াড়

দেখুন টুইট

সিরিজে সমতায় ফিরতে ৪৮ বলে ৯১ রান তাড়া করতে নেমে লোকেশ রাহুল (৬ বলে ১০) শুরুতে আউট হন। ওপেনিং জুটিতে রোহিত-রাহুল জুটি ১৭ বলে করেন ৩৯ রান। বিরাট কোহলি ৬ বলে ১১ রান করে অজি স্পিনার অ্যাডাম জাম্পার বলে আউট হন। এরপর জাম্পার প্রথম বলেই আউট হয়ে যান সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়ার (৯) আউটের পর ক্রিজে নামেন দীনেশ কার্তিক। ২ বলে ১০ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে জেতান কার্তিক।