Jasprit Bumrah. (Photo Credits: x)

IND vs ENG 2nd Test: বার্মিংহ্যাম টেস্টে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। সিরিজে ০-১ পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে দলের এক নম্বর বোলার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)-কে পাচ্ছে না টিম ইন্ডিয়া (Team India)। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে তিনটি পরিবর্তন- বুমরা-কে বিশ্রাম দিতে বাধ্য হয়ে আকাশদীপ (Akash Deep)-কে খেলানো হচ্ছে। সাই সুদর্শনের জায়গায় প্রথম একাদশে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)-কে। আর পেসার-অলরাউন্ডার শার্দুল ঠাকুরের (Shardul Thakur) জায়গায় খেলানো হচ্ছে স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)-কে। সাই সুদর্শনের (Sai Sudarshan) জায়গায় তিন নম্বরে নামবেন করুণ নায়ার (Karun Nair)। বড় চোট থেকে বাঁচতে বিশ্রাম নেওয়া বুমরা-র বদলে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশ রাখা হল বাংলার আকাশদীপ-কে। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপের সঙ্গে পেসার-অলরাউন্ডার হিসেবে খেলছেন নীতীশ কুমার রেড্ডি। সাই সুদর্শনকে বাদ দিয়ে প্রথম একাদশে রাখা হল নীতীশকে।

আট নম্বর পর্যন্ত ব্যাটসম্যান, কিন্তু বোলিং দুর্বল

শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে অলরাউন্ডার-স্পিনবার হিসেবে ওয়াশিংটন সুন্দর-কে রাখা হল দ্বিতীয় টেস্টে। লিডসে প্রথম টেস্টে তেমন কিছু করতে না পারলেও রবীন্দ্র জাদেজার ওপর ভরসা রাখা হল। স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব খেলানোর সুযোগ থাকলেও, তাকে ফের ব্রাত্য রাখলেন কোচ গৌতম গম্ভীর। টসে জিতে ব্যাট করতে নেমেছেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল।

সাইয়ের জায়গায় তিনে নামবেন করুণ নায়ার, ব্রাত্য কুলদীপ, দলে আকাশদীপ

লিডসে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়সওয়াল, আর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন রাহুল। সাই সুদর্শনের জায়গায় তিনে ব্যাট করবেন করুণ নায়ার। লিডসে প্রথম টেস্টে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন করুণ। বুমরার অভাবে ভারতীয় বোলিং বিপক্ষের ২০ উইকেট তুলতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। লিডসে প্রথম ইনিংসে বুমরা ছাড়া আর কেউ স্টোকসদের কোনওরকম সমস্য়ায় ফেলতে পারেননি।

ইংল্যান্ডের ২০টি উইকেট তোলার ক্ষমতা আছে কি বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলারদের

বোলিং দুর্বল দেখালেও ভারতের ব্যাটিং লাইনআপ বেশ গভীর। আট নম্বরে নামা ওয়াশিংটন সুন্দরের ব্যাটের হাতটাও বেশ ভাল। তিনজন অলরাউন্ডারকে নিয়ে বার্মিংহ্যাম টেস্টে খেলতে নামল টিম ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ড প্রথম একাদশে কোনও পরিবর্তন করল না।

দ্বিতীয় টেস্টে দুই দলের প্রথম একাদশ

ভারতের প্রথম একাদশ-যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুণ নায়ার, শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

 

ইংল্যান্ডের প্রথম একাদশ- জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জ্যামি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কারসে, জোশ টাঙ, শোয়েব বাসির।