India Women's Cricket team. (Photo Credits:X)

IND W vs ENG W:টানা তিনটি ম্যাচে হেরে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women's Cricket Team)। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর হরমনপ্রীত কৌররা এবার হারলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ICC Woemn's ODI Cricket World Cup 2025 রবিবার ইন্দোরে ছোটা দিওয়ালির রাতে ভারতকে ৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল। ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেও ম্য়াচ শেষ করে আসতে না পারায় হারতে হল স্মৃতি মন্দনাকে। ৯১ বলে ১০৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হেথার নাইট। ইংল্যান্ডের ২৮৮ রানের জবাবে ভারত ৬ উইকেটে করে ২৮৪ রান। শেষ ওভার জিততে হলে ভারতকে করতে হত ১২ রান। স্নেহ রানা, আমনজোত কৌররা সেটা করতে পারেননি। দীপ্তি শর্মা (৫০)-র আউটের পরই ভারত ম্যাচ থেকে হারিয়ে যায়। মোক্ষম সময়ে আউট হয়ে যান স্মৃতি। রিচা ঘোষ (৮)-এর আউটটাও বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। একটা সময় ভারতীয় মহিলা দলকে জিততে হলে করতে হত ৫১ বলে ৫৫ রান, হাতে ৭ উইকেট। তখনই আউট হয়ে যান স্মৃতি। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচেও একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন ভারতের এই তারকা ওপেনার। আর আরও একবার তীরে এসে তরী ডুবল ভারতের।

দেখুন ইন্দোরের সংক্ষিপ্ত স্কোরবোর্ড

হরমনপ্রীতদের শেষ দুটি ম্যাচ- নিউ জিল্যান্ড (বৃহস্পতি) ও বাংলাদেশ (রবিবার)

চলতি বিশ্বকাপে ভারতীয় মহিলা দল তাদের শেষ দুটি ম্য়াচে নিউ জিল্যান্ড (২৩ অক্টোবর, বৃহস্পতিবার, নবি মুম্বই) ও বাংলাদেশ (২৬ অক্টোবর, নবি মুম্বই)-এর বিরুদ্ধে জিতলেও সেমিফাইনালে ওঠার ব্যাপারে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়া (৯ পয়েন্ট) ও ইংল্যান্ড (৯ পয়েন্ট) ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা (৮ পয়েন্ট)-ও সেমিতে ওঠার ব্যাপারে এগিয়ে। এবার চতুর্থ স্থানের লড়াইয়ে হরমনপ্রীতদের লড়াই কিউইদের সঙ্গে। ৫ ম্যাচ খেলার পর লিগ তালিকায় ভারতীয় মহিলা দল এখনও চার নম্বরে (৪ পয়েন্ট)। সেখানে দুটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় কিউইরাও ৪ পয়েন্টে থাকলেও নেট রানরেটে তারা পিছিয়ে। হরমনপ্রীতদের সেমিতে ওঠার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। তবে লিগের খেলায় সবচেয়ে শক্তিশালী দেশের বিরুদ্ধে হেরে হতাশ করলেন হরমনপ্রীত কৌররা। চলতি বিশ্বকাপে ভারতীয় মহিলা দল এখনও পর্যন্ত ৫টিতে খেলে মাত্র দুটি দেশের বিরুদ্ধে জিতেছে-দুটিই দুর্বল দেশ- শ্রীলঙ্কা ও বাংলাদেশ। চলতি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণকারী আটটি দেশই এখন আর দুটি করে ম্যাচ খেলবে।

স্মৃতি আউট হন ৮৮ রানে, হরমনপ্রীত করেন ৭০ রান

জয়ের জন্য ২৮৯ রান তাড়া করতে নেমে ৪২ রানে ২ উইকেট হারানোর পর দারুণ পার্টনারশিপ করেছিলেন ভারতের দুই তারকা- স্মৃতি মন্দনা ও অধিনায়িকা হরমনপ্রীত কৌর। স্মৃতি-হ্যারি জুটি তৃতীয় উইকেটে ১২৫ রান যোগ করেন। হরমনপ্রীত (৭০ বলে ৭০) আউট হয়ে যাওয়ার পর দীপ্তি শর্মাকে নিয়ে লড়াই চালিয়ে যান স্মৃতি। চতুর্থ উইকেটে স্মৃতি-দীপ্তি ৬৭ রানের পার্টনারশিপ করে দলকে জেতার মত জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না।

পয়েন্ট তালিকা

অস্ট্রেলিয়া: ৯ পয়েন্ট

ইংল্যান্ড: ৯ পয়েন্ট

দক্ষিণ আফ্রিকা: ৮ পয়েন্ট

ভারত: ৪ পয়েন্ট

নিউ জিল্যান্ড: ৪ পয়েন্ট

শ্রীলঙ্কা: ২ পয়েন্ট

বাংলাদেশ: ২ পয়েন্ট

পাকিস্তান: ২ পয়েন্ট

(সবার দুটি করে ম্য়াচ বাকি)

ভারতের শেষ দুটি ম্যাচ- নিউ জিল্যান্ড, বাংলাদেশ।।

নিউ জিল্যান্ডের শেষ দুটি ম্যাচ- ভারত, ইংল্যান্ড।।

দক্ষিণ আফ্রিকার শেষ দুটি ম্যাচ- পাকিস্তান, অস্ট্রেলিয়া।।

চলতি বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল

প্রথম ম্যাচ- শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রানে জয়ী, গুয়াহাটি

দ্বিতীয় ম্যাচ- পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ রানে জয়ী, কলম্বো

তৃতীয় ম্য়াচ- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে পরাজিত, বিশাখাপত্তনাম

চতুর্থ ম্যাচ- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ উইকেটে পরাজিত, বিশাখাপত্তনাম

পঞ্চম ম্যাচ- ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে পরাজিত, ইন্দোর

ষষ্ঠ ম্যাচ- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃহস্পতিবার, নবি মুম্বই

সপ্তম ম্যাচ- বাংলাদেশের বিরুদ্ধে রবিবার, নবি মুম্বই