Harmanpreet Kaur. (Photo Credits: Twitter)

IND W vs ENG W: ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে রান তাড়া করতে জিততে হল ভারতীয় মহিলা দল (India Women's Cricket Team) কে নির্ধারিত ৫০ ওভারে করতে হবে ২৮৯ রান। চলতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (2025 ICC Women's ODI World Cup) সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হল আজ, রবিবার জিততেই হবে হরমনপ্রীত কৌরের দলকে। তাই ২৮৯ রানটা এখন হরমনপ্রীতদের কাছে অস্তিত্বরক্ষার লড়াই। ইন্দোরে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৯১ বলে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার হেথার নাইট (Heather Knight)। নাইটের পাশাপাশি ভাল ইনিংস খেলে ব্রিটিশ ওপেনার অ্যামি জোন্স (৫৬) ও অধিনায়িকা ন্যাট স্কিভার-ব্রান্ট (৩৮)। হেথারের রান আউটে ম্য়াচে ফেরে ভারত। পাশাপাশি দীপ্তি শর্মার ৪ উইকেটে ৫১ রানের স্পেলটাও ইংল্যান্ডকে খুব রান করতে দেয়নি।

৯১ বলে ১০৯ ারনের দুরন্ত ইনিংস হেথার নাইটের

এদিন একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ডের রান তিনশো টপকে যাবে। শেষ অবধি টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ড মহিলা দল করল ৮ উইকেটে ২৮৮ রান।

টানা দুটো ম্যাচ হেরে আজ নেমেছে ভারতীয় মহিলা দল

প্রসঙ্গত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে চলতি বিশ্বকাপ শুরু করার পর ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমে দক্ষিণ আফ্রিকা ও তারপর গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে বড় চাপে পড়ে গিয়েছে। ইংল্যান্ডকে আজ ইন্দোরে হারাতে না পারলে সেমিফাইনালের দরজা বন্ধ হয়ে যেতে পারে হরমনপ্রীতদের কাছে।