দক্ষিণ আফ্রিকায় খারাপ একটা সফরের পর ভারতীয় ক্রিকেট দল এবার দেশের মাটিতে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে টিম ইন্ডিয়া। এবার সামনে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদে তিন ম্যাচের ওয়ানডে ও কলকাতায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজের সূচি পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকটারের কাছে বড় পরীক্ষার হতে চলেছে। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজে পুরোটা রিজার্ভ বেঞ্চে কাটানো ঋতুরাজ গায়কোয়েড় এবার সুযোগ পান কিনা দেখার। প্রসিধ কৃষ্ণা, আবেশ খান-রা ভাল বিকল্প হয়ে উঠতে পারেন কি না দেখার। প্রথমবার সুযোগ পেয়ে নিজেকে কতটা প্রমাণ করেন দীপক হুডা, রবী বৈষ্ণুই, হর্ষল প্যাটেল-রা সেটাও দেখার। চোট সারয়ে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফেরা কুলদীপ যাদব কতটা কী করতে পারেন সেটাও দেখা যাবে। তবে আসল পরীক্ষা মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবদের নিজেদের জায়গা মজবুত করার। করোনা সারিয়ে ফেরা ওয়াশিংটন সুন্দরকে পারফম করে দেখাতে হবে। বুমরা-শামিদের অনুপস্থিতিতে মহম্মদ সিরাজ- শার্দুল ঠাকুর-দীপক চাহাররা কতটা কী করতে পারেন সেটাও দেখার। সব মিলিয়ে দুর্বল ক্যারিবিয়ানদের সামনে ভারতের চ্যালেঞ্জ নিজেদের ঘর গোছানোর। সিরিজ জিতলেই হবে না, নিজেদের ঘর গোছাতে হবে
এক নজরে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সীমত ওভারের সিরিজের ক্রীড়াসূচি
ওয়ানডে সিরিজ
৬ ফেব্রুয়ারি, প্রথম ওয়ানডে
৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ানডে
১১ ফেব্রুয়ারি, তৃতীয় ওয়ানডে
(সব ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ম্যাচ শুরু দুপুর ১টা থেকে)
টি-২০ সিরিজ
১৬ ফেব্রুয়ারি, প্রথম টি-২০
১৮ ফেব্রুয়ারি, দ্বিতীয় টি-২০
২০ ফেব্রুয়ারি, তৃতীয় টি-২০
(সব ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ম্যাচ শুরু সন্ধ্যা ৭টা থেকে)
ওয়ানডে সিরিজে ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবী বৈষ্ণুই, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আবেশ খান।
টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড়, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ, ঋষভ পন্থ, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, রবী বৈষ্ণুই, মহম্মদ সিরাজ, ভূবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল।
ব্যাক আপ- শাহরুখ খান, সাই কিশোর