Jasprit Bumrah (Photo Credit: BCCI/ X)

IND vs SA Eden Gardens Test: ইডেন গার্ডেন্সের শুরুটা অবিশ্বাস্য করলেন ভারতীয় বোলাররা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবদের দুরন্ত বোলিংয়ের সামনে অসহায় দেখাচ্ছে। টি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা মাত্র ১৫৪ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে বড় চাপে রয়েছে। ইডেনে তেম্বা বাভুমাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে না, এই দলটাই ক মাস আগে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ভারতীয় বোলারদের দুরন্ত বোলিংয়ের সঙ্গে আফ্রিকানদের শৃঙ্খলাহীন ব্যাটিংটাও ইডেনে এখন শুভমন গিলের দলকে চালকের আসনে বসিয়েছে। পিচে তেমন জোজো নেই, কিন্তু বাভমুরা নিজেরাই নিজেদের ভিলেন হয়ে উঠলেন। এখনও পর্যন্ত (টি-র আগে) বুমরা ২৩ রান দিয়ে ৩টি, সিরাজ ও কুলদীপ ২টি করে উইকেট নিয়েছেন। অক্ষর প্যাটেল নিয়েছেন ১টি উইকেট। প্রথম সেশনে ৩টি ও দ্বিতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে দিশাহারা দেখাচ্ছে তেম্বা বাভুমাদের ব্যাটিং।

৪০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ইডেনে বেকাদায় টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা

ইডেনে লাঞ্চের পর থেকে মাত্র ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় টেস্টের বিশ্বচ্যাম্পিয়ানরা। অথচ শুরুটা দারুণ করেছিল দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার রায়ান রিকলটন ও আইডেন মার্করাম ৫৭ রান যোগ করেন। কিন্তু এরপর থেকে নিয়মিত উইকেট হারাতে থাকেন বাভুমারা। লাঞ্চের পর দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। খুব দ্রুত আউট হয়ে যান উইয়ান মুলদার (২৪), টনি ডে জর্জি (২) ও কাইল ভেররাইন (১৬)। খাতা না খুলেই আউট হয়ে যান মার্কো জেনসেন (০)।

অনবদ্য বোলিং বুমরা, কুলদীপদের

দ্রুত ফেরেন কর্বিন বোস (৩)ও। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ স্কোর- আইডেন মার্করামের (৩১)। বুমরার বলে আউট হন রিকলটন (২৩), মার্করাম ও টনি ডে জর্জি। কুলদীপ আউট করেন মুলদার ও বাভুমা (৩)-কে। ভেরনান ও জেনসেন আউট হন সিরাজের বলে। টি-র ঠিক আগের বলে কর্বিনকে আউট করেন অক্ষর প্যাটেল।