Rishabh Pant (Photo Credits: BCCI/ X)

IND vs SA 2nd Test: গুয়াহাটি টেস্টে জঘন্য ব্যাটিং করে একবারে কোণঠাসা টিম ইন্ডিয়া। তেম্বা বাভুমাদের করা ৪৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে, ঋষভ পন্থরা মাত্র ২০১ রানে অল আউট হয়ে গেলেন। ২৮৮ রানে লিড থাকার সুবাদে ভারতকে ফলো অন করানোর সুযোগ ছিল বাভুমাদের। কিন্তু সেটা না করিয়ে তাদের দ্বিতীয় ইনিংসে নামল প্রোটিয়ারা। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ২৬ রান। বাভুমাদের লিড এখন ৩১৪ রান, হাতে ১০ উইকেট। চতুর্থ ইনিংসে ৪৫০-র ওপর রান তাড়া করা গুয়াহাটির পিচ অসম্ভব হয়ে উঠতে পারে। হার বাঁচাতে পন্থদের টানা দেড়দিন ব্যাট করতে হতে পারে। কলকাতায় হারায় সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। অসমে পন্থরা যা খেলছেন, তা সিরিজ বাঁচানো মিশন ইমপসিবল বলেই মনে হচ্ছে।

২৭ রানের মধ্যে ৬ উইকেট হারায় টিম ইন্ডিয়া

এদিন দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জেনসেনের আগুনে স্পেলে ঝলসে যায় টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ। ১ উইকেটে ৯৫ থেকে মিডল অর্ডারের ধসে ১২২ রানে ৭ উইকেট হারিয়ে বসে ভারত। গুয়াহাটির পিচে ধরাশায়ী হন পন্থরা। সাই সুর্দশন (১৫), ধ্রুব জুরেল (০), অধিনায়ক পন্থ (৭), রবীন্দ্র জাদেজা (৬), নীতীশ কুমার রেড্ডি (১০)-রা দ্রুত আউট হয়ে যান। হাফ সেঞ্চুরি করে যশস্বী জয়সওয়াল (৫৮) ফেরার পর ধস নামে ভারতের ইনিংসে।

তৃতীয় দিনের শেষে গুয়াহাটির স্কোরবোর্ড

সুন্দর-কুলদীপের লড়াইয়ে ২০০ রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া

এরপর মহাবিপর্যয়ের মাঝে কিছুটা লড়েন ওয়াশিংটন সুন্দর (৪৮) ও কুলদীপ যাদব (১৯)। সুন্দর-কুলদীপের পার্টনারশিপে দলের রান দুশো পাড় হলেও লজ্জা বাঁচল না। জেনসেন ৪৮ রান দিয়ে ৬চি উইকেট নেন। প্রোটিয়া স্পিনার সিমোন হারমের ৬৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে শুরুটা বেশ ভালই করেছেন দুই প্রোটিয়া ওপেনার আইডেন মার্করাম (১২ অপরাজিত) ও রায়ান রিকেলটন (১৩ অপরাজিত)। দক্ষিণ আফ্রিকার লিড এখন ৩১০, হাতে এখনও ১০ উইকেট।