IND vs SA 2ND Test: নতুন টেস্টে কেন্দ্রে, নতুন অধিনায়ক। এই প্রথম গুয়াহাটিতে হচ্ছে টেস্ট। এই প্রথমবার টেস্টে দলকে নেতত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। শনিবার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভাল শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দুই ওপেনার আইডেন মার্করাম ও রায়াল রিকেলটন শুরুটা দারুণ করেন। কিন্তু ওপেনিং জুটিতে ৮২ রান তোলার পর, টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরার বলে বেল্ড হয়ে যান মার্করাম (৩৮)। লাঞ্চের ঠিক পরেই অপর ওপেনার রিকেলটন (৩৫)-কে আউট করেন কুলদীপ যাদব। এখন ক্রিজে আছেন ত্রিস্টান স্টাবস ও অধিনায়ক তেম্বা বাভুমা। বিনা উইকেটে ৮২ থেকে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৮২ হয়ে যায়।
তিন স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলছে দুই দেশ
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। গুয়াহাটি টেস্টে ভারতীয় দলে দুটি পরিবর্ত হয়েছে- চোট পেয়ে ছিটকে যাওয়া শুভমন গিলের পরিবর্তে খেলছেন সাই সুদর্শন, আর অক্ষর প্যাটেলের পরিবর্তে প্রথম একাদশে এলেন নীতীশ কুমার রেড্ডি। অন্যদিকে, কাগিসো রাবাদার চোট পেয়ে ছিটকে যাওয়ার পর গুয়াহাটিতে তিন স্পেশালিস্ট স্পিনারে খেলছে। ইডেন গার্ডেন্সের হিরো সিমোন হার্মের, কেশব মহারাজের সঙ্গে রয়েছেন সেনুরান মুথস্বামী।
দেখুন খবরটি
Lovely delivery 🤝 Smart catch@imkuldeep18 and captain @RishabhPant17 combine for wicket no. 2️⃣ 👏
Updates ▶️ https://t.co/Hu11cnrocG#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/axMLxxWLFU
— BCCI (@BCCI) November 22, 2025
সিরিজে ০-১ পিছিয়ে টিম ইন্ডিয়া
সিরিজের প্রথম টেস্ট ইডেন গার্ডেন্সে ভারতকে ৩০ রানে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় নেলসন ম্যান্ডেলার দেশ। গুয়াহাটিতে টেস্ট ড্র করতে পারলেও প্রোটিয়ারা ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতবে। অন্যদিকে, পন্থদের সামনে গুয়াহাটি টেস্ট ডু অর ডাই। গৌতম গম্ভীরের দলের ছেলেদের লক্ষ্য শুধু এই সিরিজ ড্র করাই নয়, সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকেও।