IND vs PAK, Junior Asia Cup Hockey 2023 Live Streaming: ভারত বনাম পাকিস্তান, জুনিয়র এশিয়া কাপ ২০২৩, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
India Junior Hockey Team (Photo Credit: Asian Hockey Federation/ Twitter)

পুরুষ জুনিয়র এশিয়া কাপ ২০২৩ হকিতে শনিবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে (Salalah Sports Complex, Oman) অনুষ্ঠিতব্য এই ম্যাচটি ভারতীয় সময় রাত সাড়ে দশটা থেকে। ২০২৩ পুরুষ জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারত ও পাকিস্তান দু'দলই দুর্দান্ত শুরু করেছে। চাইনিজ তাইপেকে ১৮-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল ভারতীয় হকি দল। জাপানের বিরুদ্ধে শেষ ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলের কঠিন জয় পায় তারা। এদিকে, পাকিস্তান হকি দল তাদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ১৫-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৯-০ গোলে হারায়। দু'দল যদিও ৬ পয়েন্টে রয়েছে তবে পাকিস্তান গোল পার্থক্যের নিরিখে পুল 'এ'তে শীর্ষে রয়েছে। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপান।

কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, ২০২৩ জুনিয়র এশিয়া কাপের ম্যাচ?

২৭ মে, শনিবার ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে (Salalah Sports Complex, Oman) ২০২৩ জুনিয়র এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

কখন থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তান, ২০২৩ জুনিয়র এশিয়া কাপের ম্যাচ?

২০২৩ জুনিয়র এশিয়া কাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১০ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, ২০২৩ জুনিয়র এশিয়া কাপের ম্যাচ

সরাসরি টিভিতে ভারত বনাম পাকিস্তান, ২০২৩ জুনিয়র এশিয়া কাপের ম্যাচ সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, ২০২৩ জুনিয়র এশিয়া কাপের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন ওয়াচ.হকি (Watch.Hockey) অ্যাপে।