IND vs PAK Hockey Match (Photo Credit: @rightarmleftist/ X)

India Men's National Hockey Team vs Pakistan Men's National Hockey Team Head to Head Record: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪ (Asian Champions Trophy 2024) হকি টুর্নামেন্ট গত রবিবার চিনের হুলুনবুইরের মোকিতে ছয় মহাদেশীয় দলের লড়াই দিয়ে শুরু হয়েছে। ক্রীড়া জগতে বাকি ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের মতো এই হকি ইভেন্টের অপেক্ষায় থাকে সব ক্রীড়াপ্রেমীরায়। যে বিষয়টি এই ম্যাচকে আরও আকর্ষণীয় করে তোলে তা হল ভারতীয় হকি দল এবং পাকিস্তান হকি দল সাফল্য এবং ব্যর্থতার গল্পটি একই রকম। ভারত এবং পাকিস্তান উভয়ই কয়েক দশক ধরে হকি মাঠে আধিপত্য বিস্তার করে এবং তারপরে খারাপ পারফরম্যান্সের সাথে তলানিতে চলে যায়। অলিম্পিকে স্বর্ণপদক জয় থেকে বিশ্বকাপ উঁচিয়ে তোলা, ভারত ও পাকিস্তান জানে সাফল্যের শিখরে থাকা কাকে বলে। Asian Champions Trophy Hockey 2024 Live Streaming: ভারত বনাম মালেয়শিয়া, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

ভারত ও পাকিস্তান ১৯৫৮ থেকে ১৯৮২ সালের মধ্যে টানা সাতবার এশিয়ান গেমসের ফাইনালে রেকর্ড আটবার মুখোমুখি হয়। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৭৪, ১৯৭৮, ১৯৮২ ও ১৯৯০ সালে ফাইনালে ভারতকে হারিয়ে মহাদেশীয় ইভেন্টে পাকিস্তান নিঃসন্দেহে সেরা দল ছিল। ১৯৬৬ সালে ভারত ছিল সেরা দল। এশিয়ান গেমসে পাকিস্তানের আটটি ও ভারতের তিনটি স্বর্ণপদক রয়েছে। ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকের ফাইনালে প্রথম সাক্ষাতের পর থেকে ভারত ও পাকিস্তান হকি দল ১৮০ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পাকিস্তান এখন পর্যন্ত ৮২টি জয় নিয়ে হেড টু হেড রেকর্ডের শীর্ষে রয়েছে এবং ভারত জিতেছে ৬৬ বার। বাকি ৩২ ম্যাচ ড্র হয়েছে।

তবে পাকিস্তানের বিপক্ষে শেষ ১৬ ম্যাচের ১৪টিতেই জিতেছে ভারত। যার মধ্যে হাংঝুতে আয়োজিত এশিয়ান গেমসে পাকিস্তানকে ১০-২ গোলের ব্যবধানে একতরফা হারায় এরপর এই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৩-এর ইভেন্টে পাকিস্তানকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পায় ভারত। এবারও ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের পর পঞ্চম স্থানে থাকা ভারতীয় পুরুষ হকি দলের জন্য এটি প্রথম প্রতিযোগিতা যেখানে তাঁদের সামনে আসতে চলেছে পাকিস্তান। তালিকার নিরিখে ১৬তম স্থানে থাকা পাকিস্তান ভারতের থেকে অনেকটাই পিছিয়ে। ভারত বনাম পাকিস্তান হকি ম্যাচটি হবে ১৪ সেপ্টেম্বর।