পুরুষ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ জয় তাদের পয়েন্ট টেবিলের শীর্ষে নিয়ে যায়, সেমিফাইনালের যোগ্যতা অর্জনেও সাহায্য করে। ঘরের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে আত্মবিশ্বাসী জয় নিয়ে অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে এই দল। হরমনপ্রীত সিংহের অধীনেই এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তকমাটা ধরে রাখার চেষ্টা করবে ভারত,যেহেতু তারা শীর্ষ ফর্মে এশিয়ান গেমসে প্রবেশ করতে চায়। পাকিস্তানের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বীতা একটি ব্লকবাস্টার ম্যাচের প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে পাকিস্তান চতুর্থ স্থানে থাকলেও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি। তাদের ভাগ্যে কী ঘটবে সেটি আজকের দিনের শুরুতে জাপানের বিপক্ষে চিনের ম্যাচের অপর নির্ভর করে। জাপানের জয় তাদের সংকটে ফেলতে পারে, আর ভারতের কাছে হারলে তারা এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে পারে। Iniesta joins Emirates Club: এমিরেটস ক্লাবে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার ইনিয়েস্তা
The big day is here! A new chapter will be added to the historic rivalry of India and Pakistan, as the teams face off in the final match of the group stages of the Hero Asian Champions Trophy today!
🏑 - India vs Pakistan#HACT2023 #asiahockey #Hero pic.twitter.com/DNMnxrR8by
— Asian Hockey Federation (@asia_hockey) August 9, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম পাকিস্তান, ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ?
৯ আগস্ট তামিলনাড়ুর চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে (Mayor Radhakrishnan Stadium in Chennai, Tamil Nadu) ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।
কখন থেকে শুরু হবে ভারত বনাম পাকিস্তান, ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ?
২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ
সরাসরি টিভিতে ভারত বনাম পাকিস্তান, ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম পাকিস্তান, ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড (FanCode) অ্যাপে।