IND vs AUS T20I Series 2025: হোবার্টে দুরন্ত জয়ের সুবাদে অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। এবার আগামী বৃহস্পতিবার কুইন্সল্যান্ডের কাররারা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে মুখোমুখি হবেন সূর্যকুমার যাদব ও মিচেল মার্শ। তার আগে অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়া (Team India)-র শিবির থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)-কে। এদিন হোবার্টে প্রথম একাদশ থেকে বাদ পড়েন কুলদীপ। তাঁর পরিবর্তে ওয়াশিটংন সুন্দর এদিন প্রথম একাদশে খেলে নজর কাড়েন। বল না করেও সুন্দর এদিন ২৩ বলে ৪৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে দলকে জেতান। মেলবোর্নে প্রথম টি-২০-তে ৩ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন কুলদীপ। এখানেই কুলদীপের অস্ট্রেলিয়া সফর শেষ হল। এবারের অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডে-তে খেলে একটি উইকেট নিয়েছিলেন তিনি। তবে প্রথম দুটি ওয়ানডে-তে প্রথম একাদশে ছিলেন না। চলতি টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার স্কোয়াডে এখন তিনজন স্পিনার থাকলেন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।
১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ
আগামী ১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় সূর্যকুমারদের সংসার থেকে ছেড়ে দেওয়া হল রহস্য় স্পিনার কুলদীপকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হল, অস্ট্রেলিয়া থেকে ফিরে কুলদীপ এবার দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলতে নামবেন।
এ দলের হয়ে খেলবেন কুলদীপ
🚨 Update
The Indian team management has requested to release Kuldeep Yadav from the ongoing T20I series to allow him to participate in the India A series against South Africa A at the BCCI COE.
The decision has been taken to provide Kuldeep with red-ball game time in…
— BCCI (@BCCI) November 2, 2025
বাভুমাদের বিরুদ্ধে সিরিজে তুরুপের তাস হতে চলেছেন
লাল বলের ক্রিকেটে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিতে আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরুতে ভারতীয় এ দলের জার্সিতে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে খেলবেন কুলদীপ। বাভুমাদের বিরুদ্ধে দুই ম্য়াচেক টেস্ট সিরিজে শুভমন গিলদের কাছে তুরুপের তাস হতে চলেছেন ৩০ বছরের কানপুরের এই বাঁ হাতি স্পিনার।