Team India (Photo Credits: Twitter)

আবুধাবি, ৩ নভেম্বর: আজ, বুধবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) সুপার ১২-পর্বে আবুধাবিরে শেখ জঈদ স্টেডিয়ামে আফগানিস্তানের (Afghanistan) মুখোমুখি ভারত (India)। সেমিফাইনালে আশার ক্ষীণ আশা জিউয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে বিরাট কোহলিদের। পাকিস্তান ও নিউ জিল্যান্ড-পরপর দুটো ম্যাচে টিম ইন্ডিয়ার মহা বিপর্যয়ের পর আজ ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কাবুলিওয়ালার দেশের বিরুদ্ধে নামছে বিরাট ব্রিগেড। ব্যাটিং-বোলিং সবেতেই ছন্দহীন দেখিয়েছে বিরাটদের, আজ ছন্দ খোঁজার লড়াইয়ে টিম ইন্ডিয়া।

এই ম্যাচে অঘটনের আশায় বুক বেঁধেছে আফগানিস্তানও। ৩ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে আফগানরা এই গ্রুপে দ্বিতীয় স্থানে আছে। গত ম্যাচে পাকিস্তানকে বেশ বেগ দিয়েছিল আফগানরা। অনেকটা চাপে থাকা ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতিতে খেলতে চান রশিদ খানরা। আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল পাকিস্তান

ভারতের প্রথম একাদশে অন্তত একটা পরিবর্তন হতে পারে। রোহিত শর্মাকে ওপেনে ফেরানো হতে পারে। ভারতকে শুধু জিতলেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। কারণ ভাগ্য ভাল থাকলে শেষের দিকে শেষ চারে ওঠার লড়াইটা নেট রানরেটের ওপর ভিত্তিতে হতে পারে। দুটো ম্যাচে বড় হারের পর বিরাটদের নেটরান রেটের হাল খুব খারাপ। সেসব অবশ্য পরের কথা, তৃতীয় ম্যাচে নেমে আজ পয়েন্ট টেবিলে খাতা খুলবেন বিরাটরা এমনটাই সবাই চাইছেন।

কবে কখন কোথায় আয়োজিত হবে টি-২০ বিশ্বকাপের সুপার ১২-য়ে ভারত-আফগানিস্তান ম্যাচ?

আজ, বুধবার ৩ নভেম্বর, আবুধাবির শেখ জঈদ স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আয়োজিত হবে সুপার ১২ গ্রুপ পর্বে ভারত-আফগানিস্তান ম্যাচ।

কীভাবে, কোথায় সরাসরি দেখবেন ভারত-আফগানিস্তান ম্যাচ?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান এসডি ও এইচডি-তে দুপুর সাড়ে ৩টে থেকে সরাসরি দেখানো হবে ম্যাচ।

অনলাইনে কীভাবে দেখা যাবে ভারত-আফগানিস্তান ম্যাচ

ডিজনি+হটস্টারের মাধ্যমে দেখানো হবে এই খেলা।