India Beat Pakistan Photo Credit: Twitter@ICC

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) এর ১৯ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্ধী ভারতীয় জাতীয় ক্রিকেট দল এবং পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর সমালোচনায় জর্জরিত পাক দলের লক্ষ্য ছিল জয়, কিন্তু বিপক্ষকে কম রানে আটকে দিয়েও কাঙ্খিত জয় এলো না তাঁদের ঘরে । জসপ্রীত বুমরাহ-এর অবিশ্বাস্য বোলিং স্পেলে  পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিল টিম ইন্ডিয়া।

আবহাওয়া, পিচের আর্দ্রতার কথা ভেবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৮১ করে বড় স্কোরের ভিত পেয়ে গিয়েছিল ভারত। টিকে থাকতে মরিয়া পাকিস্তান আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তখনই। ৯ ওভারে মাত্র ৩৮ রানে শেষ ৭ উইকেট নেয় তারা।  ৯৫/৪ থেকে এক রানের ব্যবধানে ৯৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর ১১৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে ঋষভ পন্ত খেলেছেন সর্বোচ্চ ৪২ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ নেন সর্বোচ্চ তিনটি করে উইকেট।মহম্মদ আমির দুটি ও শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। বাবর আজম ১০ বলে ফিরেন ১৩ রান করে। জসপ্রীত বুমরাহর বল স্লিপে সূর্যকুমারের হাতে তুলে দেন পাকিস্তান অধিনায়ক। পাওয়ার প্লেতে ১ উইকেটে ২৫ করে পাকিস্তান। লক্ষ্যটা অল্প হওয়ায় অহেতুক ঝুঁকি নেয়নি তারা। মহম্মদ রিজওয়ান ও উসমান খান দ্বিতীয় উইকেটে গড়েন ৩১ রানের জুটি। ১৫ বলে ১৩ করা উসমান খানকে এলবি করে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল।ফখর জামানও হার্দিক পাণ্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেন ঠিক ১৩ রানেই। টপ অর্ডারের তিন ব্যাটারই আউট সমান ১৩ রানে! মহম্মদ রিজওয়ান আগলে ছিলেন একটা প্রান্ত। ৪৪ বলে ১ বাউন্ডারি ১ ছক্কায় ৩১ করা রিজওয়ানকে বোল্ড করেন বুমরাহ। এরপরেই ম্যাচে প্রাণ ফিরে আসে। শেষ ৫ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৭ রান, হাতে ৬ উইকেট। ১৭তম ওভারে শাদাব খানের (৪) উইকেট নিয়ে ভারতের জয়ের আশা জাগান হার্দিক পান্ডিয়া। শেষ ৩ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩০ রান। নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের পিচে যা সহজ ছিল না মোটেও। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান করতে পারে পাকিস্তান দল।