দুই হাত নেই, পায়ের মাধ্যমে আর্চারি বিভাগে রেকর্ড ভাঙলেন বছর ১৭-এর শীতল দেবী। শারীরিক অক্ষমতার থাকলেও নিজের লক্ষ্যে অবিচল জম্মু-কাশ্মীরের লোই ধর গ্রামের এই মেয়েটি। প্যারিস প্যারালিম্পিকে (Paris Paralympic 2024) শুটিং রেঞ্জে মেয়েদের ব্যক্তিগত কমপাউন্ড ওপেনে দ্বিতীয় ব়্যাঙ্কিংয়ে উঠে আসে শীতল। তাঁর সংগ্রহ করা পয়েন্ট ৭০৩। কার্যত বিশ্বরেকর্ড ভেঙেছেন তিনি। তবে শীর্ষে উঠতে পারলেন না। শেষ মুহূর্তে তুর্কির তীরন্দাজ ওজনু এক পয়েন্টের জন্য এগিয়ে যায়। তবে পদকজয়ের স্বপ্ন এখনও অবধি ভাঙেননি শীতল। আশা করা যাচ্ছে প্যারালিম্পিকসে শেষমেশ শীর্ষে থেকে পদক জয় করবেন তিনি। বছর ১৭-এর শীতল দেবী এবারের প্যারালিম্পিকসের সর্বকনিষ্ঠা অ্যাথেলিট। দুই হাত নেই, কার্যত পায়ের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিকে পেছনে ফেলে এগিয়ে যায় শীতল।
আগামী ৩১ অগাস্ট ভারতীয় সময় ০৮:৫৯ নাগাদ দক্ষিণ কোরিয়ার নামি চোই এবং চিলির মারিয়ানা জুনিগার সঙ্গে মুখোমুখি হবেন। অন্যদিকে, সরিতা কুমারি ৬৮২ পয়েন্ট সংগ্রহ করে এদিন নবম স্থান দখল করেন। আগামী ৩০ অগাস্ট ভারতীয় সময় বিকেল ০৩:০৩ নাগাদ আব্দুল জালিলের মুখোমুখি হবেন। আর্চারি বিভাগে শেষ অবধি কে কোথায় শেষ করেন, শীতল দেবী কি আদৌ স্বপ্ন সত্যি করতে পারবেন কিনা এখন সেটাই দেখার।
#ParaArchery: Women's Individual Compound Ranking Round 🏹
Our #Para women archers were in fine form in the Women's Individual Compound Ranking Round at the #ParisParalympics2024.
Sheetal Devi blazes through the ranking round, finishing in the 2nd position, with a score of 703,… pic.twitter.com/KScNZ3tfrc
— SAI Media (@Media_SAI) August 29, 2024