লন্ডন, ১ জুলাই: বিরাট কোহলি (Virat Kohli) রা গতকাল, বার্মিংহ্যামে ৩১ রানে হারায় বড় বিপদে পড়ে গেল চলতি বিশ্বকাপে এশিয়ার বাকি দেশগুলি। ভারতকে হারিয়ে যেমন শ্রীলঙ্কা (Srilanka)- র বিদায় নিশ্চিত করল ইংল্যান্ড (England), তেমনই পাকিস্তান (৮ ম্য়াচে ৯ পয়েন্ট), বাংলাদেশ ( ৭ম্যাচে ৭ পয়েন্ট)-এর কাজটা অনেকটা কঠিন করে ফেললেন ইয়ন মর্গ্যানরা। ভারত-ইংল্যান্ডে ম্য়াচে কোহলিরা জিতলে তবে পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কার সেমিফাইনালে ওঠার সুযোগ থাকত।
ফলে কোহলিদের হারে ভারতের ১৩০ কোটি জনতার পাশাপাশি,পাকিস্তানের ২০ কোটি, বাংলাদেশের সাড়ে ১৬ কোটি, শ্রীলঙ্কার আড়াই ২ কোটি-মানুষকে হতাশ হতে হল। আরও পড়ুন- প্রথম হার বিরাট কোহলিদের
অথচ ভারত যদি গতকাল ইংল্যান্ডকে হারিয়ে দিতে উপমহাদেশের দেশগুলি বিশেষ করে পাকিস্তান-বাংলাদেশের কাছে একটা বড় সুযোগ চলে আসত। ভারতকে হারানোয় পাকিস্তানকে সরিয়ে ইংল্যান্ড প্রথম চারে ঢুকে পড়ল। আগামী বুধবার কিউইদের হারিয়ে দিলেই সব আশা শেষ পাকিস্তান, বাংলাদেশের। তবে যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে ইংল্য়ান্ড? সেখানে সুযোগ আসবে পাকিস্তান-বাংলাদেশের। যদিও পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগে বাংলাদেশকে আগে হারাতে হবে ভারতকে। মঙ্গলবার, ভারতের কাছে হারলেই বিদায় নেবে বাংলাদেশ।
গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে কমলা জার্সিতে নামা কোহলিদের খেলা দেখে অচেনা লাগল। প্রথম বল থেকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলে। ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয়-জনি বেয়ারস্টো শুরুতেই ভারতীয়দের ব্যাকফুটে তুলে দেন। প্রথম উইকেটে রয়- বেয়ারস্টো করেন ১৩৩ বলে ১৬০ রান। রয় (৫৭ বলে ৬৬) আউটের পরেও বেয়ারস্টো দারুণ খেলতে থাকেন। জো রুটকে নিয়ে বেয়ারস্টো সেঞ্চুরি পূর্ণ করেন। বেয়ারস্টো-র আউটের পর ইংল্যান্ডের স্কোরকে দারুণ জায়গায় নিয়ে যান বেন স্টোকস। ৫৪ বলে ৭৯ রানের খেলে ইংল্যান্ডের স্কোরকে ৩৩৭-এ নিয়ে যেতে সাহায্য করেন স্টোকস। শামি ৬৯ রান দিয়ে পান ৫টি উইকেট। চাহাল লজ্জার রেকর্ড গড়েন।
১০ ওভারে কোনও উইকেট না দিয়ে চাহাল দেন ৮৮ রান। যা বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় বোলরাদের দেওয়া সবচেয়ে বেশি রান। এতদিন যে লজ্জার রেকর্ডটা ছিল জাভাগাল শ্রীকান্তের (১০ ওভারে ৮৭) দখলে।
রান তাড়া করতে নেমে শূন্য রানে আউট হন লোকেশ রাহুল। এরপর রোহিত শর্মা-বিরাট কোহলি দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন। কোহলি বিশ্বকাপে পরপর পাঁচটা হাফ সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন। তবে আরও একবার সেটা সেঞ্চুরিতে পরিণত করতে পারলেন না ভারত অধিনায়ক। কোহলি ৬৬ রানে আউট হওয়ার পর রোহিত শর্মা আরও একবার সেঞ্চুরি করেন। চলতি বিশ্বকাপে তাঁর তৃতীয় সেঞ্চুরিটা পূর্ণ করেন রোহিত। তবে সেঞ্চুরির পরেই আউট হয়ে যান ভারতের সহ অধিনায়ক (১০২)।
বিজয় শঙ্করের জায়গায় দলে এসে প্রথম বিশ্বকাপ ম্যাচে খেলতে নেমে ঋষভ পন্থ করলেন ২৯ বলে ৩২ রান। হার্দিকা পান্ডিয়া (৩৩ বলে ৪৫), এমএস ধোনি (৩১ বলে ৪২) শেষের দিকে চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ২ জুলাই, বাংলাদেশকে হারাতে পারলে বিরাট কোহলিদের সেমিফাইনালে ওঠা সম্পূর্ণ নিশ্চিত হবে। এখনও কিন্তু কোহলিদের সেমিফাইনাল ওঠা সম্পূর্ণ নিশ্চিত নয়।