বিরাট কোহলি (Virat Kohli)- র নেতৃত্বে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে নামছে ভারতীয় দল (Team India)। ১৯৮৪ সালে যে ইংল্যান্ড থেকে বিশ্বকাপ (World Cup) জিতে ইতিহাস গড়েছিলেন কপিল দেব (Kapil Dev)-রা, সেইখানেই নতুন করে ইতিহাস লেখার সুযোগ টিম ইন্ডিয়া (Team India)-র সামনে। বিরাট কোহলি-র নেতৃত্বে ভারতীয় দল বেশ কয়েক মাস ধরেই দারুণ ক্রিকেট খেলছে। দু-একটা সমস্যা ছাড়া কোহলি-র দল দারুণ শক্তিশালী। ভারতীয় দল আসন্ন বিশ্বকাপে শুধু ব্যাটিং নির্ভর দল নয়। জশপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সামি (Mohammed Shami) , ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar kumar)-এর উপস্থিতিতে টিম ইন্ডিয়া-র পেস বোলিং দারুণ শক্তিশালী।
স্পিনার হিসেবে কুলদীপ যাদব (Kuldeep Yadav) - যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)- রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja) দারুণ ভরসার। পেসার অলরাউন্ডার হিসেবে থাকছেন-হার্দিক পান্ডিয়া (Hardik Pandey), বিজয় শঙ্কর (Vijay Shankar)। আর ফিনিশার হিসেবে এমএস ধোনি ( MS Dhoni), দীনেশ কার্তিক (Dinesh Kartik) তো থাকছেনই। সবার ওপরে থাকছেন বিরাট কোহলি। যে কোহলির কাঁধেই এখন ১৩০ কোটি ভারতীয়র স্বপ্ন নির্ভর করছে।
বিশ্বকাপে ভারতের ক্রীড়াসূচি -- (Team India's Schedule in ICC World Cup 2019)
৫ জুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (সাউদাম্পটন)
৯ জুন- অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (ওভাল)
১৩ জুন- নিউজিল্যান্ডের বিরুদ্ধে (নটিংহ্যামশায়ার)
১৬ জুন- পাকিস্তানের বিরুদ্ধে (ম্যাঞ্চেস্টার)
২৩ জুন- আফগানিস্তানের বিরুদ্ধে (সাউদাম্পটন)
২৭ জুন- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (ম্যানচেস্টার)
৩০ জুন- ইংল্যান্ডের বিরুদ্ধে (বার্মিংহ্যাম)
২ জুলাই- বাংলাদেশের বিরুদ্ধে (বার্মিংহ্যাম)
৬ জুলাই- শ্রীলঙ্কার বিরুদ্ধে (লিডস)
স্কোয়াড (Team India Squad)
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধাওয়ান, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল, কেদার যাদব, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল।
শক্তি
১) বিরাট কোহলির ফর্ম
২) দলে একাধিক ম্যাচ উইনার
৩) হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্করদের মত পেসার অলরাউন্ডার দলে থাকা
৪) ব্যাটিং গভীরতা
৫) ক্লোজ ম্যাচ বের করে আনার ক্ষমতা
দুর্বলতা
১) চার নম্বর পজিশন সমস্যা আছে
২) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার সম্ভাবনা
৩) বড় ম্যাচে চোক হওয়ার নজির আছে
এক্স ফ্যাক্টার
বুমরার ডেথ বোলিং
সম্ভাবনা
সেমিফাইনালে ওঠা নিয়ে সেভাবে কোনও সন্দেহ নেই। নক আউট ম্যাচে আসল সময় চোক না করলে বড় কিছু করতে পারে।