নটিংহ্যাম, ১২ জুন: নটিংহ্যামের আকাশে ঘন কালো মেঘ। বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি। টানা দুটো ম্যাচ জিতে ভারত চলতি বিশ্বকাপে এখন দারুণ জায়গায়। কাল, ভারতের প্রতিপক্ষ কিউইরাও তিনটে খেলে তিনটেতে জিতে ফর্মের তুঙ্গে আছে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় শিবির বেশ ফুরফুরে। কিউইদের বিরুদ্ধে ম্যাচের আগে সলমন খানের 'ভারত'দেখে ফুরফুরে মেজাজে দিন কাটালেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।
শিখর ধাওয়ান (Shikhar Dhawan)-র চোটে ভারতীয় শিবিরে ধাক্কা লেগেছে ঠিকই, কিন্তু কোহলিরা একেবারে ফোকাসড। ধাওয়ানের জায়গায় রোহিত শর্মার সঙ্গে লোকেশ রাহুলের ওপেন করতে যাওয়াটা নিশ্চিত। তাহলে এখন প্রশ্ন চার নম্বরে কে ব্য়াট করতে নামবেন! আর বিজয় শঙ্কর নাকি দীনেশ কার্তিক কাকে খেলানো হবে! নাকি রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে নেওয়া হবে। ধাওয়ানের বিকল্প হিসেবে ঋষভ পন্থ ইংল্য়ান্ডে গেলেও এখন তাঁকে খেলানোর সম্ভাবনা নেই। কারণ ধাওয়ানের চোট নিয়ে এখনও কিছুটা অপেক্ষা করতে চায় টিম ম্যানজেমন্ট। ততদিন পন্থকে অপেক্ষা করতে হবে। আরও পড়ুন- স্টেডিয়াম ঢাকার ব্যবস্থা না করলে ইংল্যান্ডে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিষিদ্ধ করার প্রশ্ন তুললেন শশী থারুর
ট্রেন্টব্রিজের আবহাওয়া নিয়ে আজ দুপুরে বোর্ডের টুইট
Glum and gloomy conditions here at the Trent Bridge 😑 pic.twitter.com/9Y7FSbSaqt
— BCCI (@BCCI) June 12, 2019
প্রথম ম্য়াচে সাউদামপ্টনে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে কোহলির দলকে জিতিয়েছিলেন মূলত বোলাররা। আবার রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ব্যাটসম্যানরা দলকে জেতান। অস্ট্রেলিয়া ম্যাচের সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ানকে পাওয়া না গেলেও রোহিত শর্মা ভাল ফর্মে আছেন। বিরাট কোহলি অজিদের বিরুদ্ধে ৮১ রানের যে ইনিংসটা খেলছেন তা নিয়ে কোনও কথা হবে না। চারে নেমে রবিবার অজিদের বিরুদ্ধে দারুণ ক্যামিও ইনিংস খেলেন হার্দিকা পান্ডিয়া। চাহাল, ভুবি, বুমরারাও ফর্মে আছেন। সব মিলিয়ে কিউইদের বিরুদ্ধে তৈরি ভারতীয় শিবির।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন খেলা হবে তো! এখনও পর্যন্ত তিনটে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। কোহলিরা এটা একদম চাইছেন না। কিউই শিবিরও চাইছে খেলা হোক। কেন উইলিয়ামসনের দল তিনটে ম্য়াচে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে। যদিও এবার তাদের আসল চ্য়ালেঞ্জ শুরু হচ্ছে। কারণ কিউইদের প্রথম তিন ম্যাচের প্রতিপক্ষ ছিল- শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান। একমাত্র বাংলাদেশ-ই কিউদের বেশ সমস্য়ায় ফেলে দিয়েছিল। একটু ভাগ্য ভাল থাকলে সাকিবরা কিউইদের হারিয়েও দিতে পারতেন। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সেই ম্য়াচে জিতে যাওয়ায় তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। একটা কথা পরিষ্কার, কাল ট্রেন্টব্রিজে খেলা হলে চলতি বিশ্বকাপে আর একটা মাত্র দলই অপরাজিত থাকবে। কারণ দশটা দলের মধ্যে এখনও পর্যন্ত শুধু ভারত আর নিউজিল্যান্ডই সব ম্য়াচে জিতেছে।