Alyssa Healy. (Photo Credits: X)

Australia Beats India Women's World Cup 2025: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড ৩৩০ রান করেও হেরে গেল ভারত। মহিলাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে ভারতকে ৩ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। রবিবার ভাইজাগে প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা দল ৩৩০ রান তুলেছিল। বিশ্বকাপে ভারতের এটাই সর্বকালের সর্বাধিক রান। কিন্তু এত রান করেও লাভ হল না। বৃথা গেল স্মৃতি মন্ধনা (৮০), প্রতিকা রাউল (৭৫)-র দুরন্ত ইনিংস। এক ওভার বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে দারুণ জয় ছিনিয়ে নিল গতবারের চ্য়াম্পিয়ন অজিরা। ১০৭ বলে ১৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের নায়িকা হলেন অধিনায়িকা অ্যালিসা হিলি (Alyssa Healy)। উইনিং স্ট্রোকে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন এলিস পেরি (৪৭ অপরাজিত)।

৪টি খেলে দুটি হারায় এখন সব কটা ম্য়াচেই জিততে হবে হরমনপ্রীতদের

দক্ষিণ আফ্রিকার পর এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে রাউন্ড রবীন লিগ পর্ব থেকে বিদায়ের মুখে হরমনপ্রীতরা। দক্ষিণ আফ্রিকাও রান তাড়া করে বৃহস্পতিবার ৩ উইকেটে হারিয়েছিল হরমনপ্রীতদের। চলতি বিশ্বকাপে ৪টি ম্য়াচ খেলে ভারতীয় মহিলা দল দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে। ভারতের দুটি জয় এসেছে দুর্বল শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে। আর শক্তিশালী দুটি দেশ অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার কাছেই হারতে হয়েছে হরমনপ্রীতদের। এখান থেকে সেমিফাইনালে উঠতে হলে ভারতে এখন হারাতেই হবে গতবারের ফাইনালিস্ট ইংল্যান্ড (১৯ অক্টোবর, ইন্দোর) ও টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ নিউ জিল্যান্ড (নবি মুম্বই)-কে।

বোলিংয়ে ভরাডুবি

মহিলাদের ক্রিকেটে কেন অস্ট্রেলিয়াকে অপ্রতিরোধ্য, অপরাজেয় বলা হয় তা আরও একবার প্রমাণ হল। ভারতের রেকর্ড রান তাড়া করতে নেমে কখনই চাপে ছিল না অজিরা। ওপেনিং জুটিতে হিলি ও ফোবে লিচফিল্ড ৬৮ বলে ৮৫ রান করে হরমনপ্রীতদের শুরুতেই চাপে ফেলে দেন। এরপর অজিরা পরপর দুটি উইকেট হারলেও তাতে প্রভাবিত না হয়ে নিজের স্বাভাবিক খেলে দলকে জেতার মত নিয়ে যান হেলি। কুইন্সল্য়ান্ডের এই উইকেটকিপার-ব্য়াটার, অধিনায়ক তাঁর পুরো ইনিংসে ৩টি ওভার বাউন্ডারি ও ২১টি বাউন্ডারি হাঁকান, স্ট্রাইক রেট ১৩৩। অ্য়াসলে গার্ডনারও (৪৫) যোগ্য সঙ্গত দেন। শ্রী চারণির বলে হেলি আউট হওয়ার পর ম্যাচে ফিরেছিল ভারত। কিন্তু চোট সারিয়ে ফের মাঠে নেমে পেরি দলকে জিতিয়ে আনেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর আরও একবার ভারতীয় মহিলা দলের বোলিং খারাপ হল।

হিলিয়ে দিলেন হিলি

কেমন ব্যাট করেছিলেন ভারতীয়রা

এদিন প্রথম ব্য়াট করতে নেমে ওপেনিং জুটিতে স্মৃতি মন্ধনা ও প্রতিকা রাওয়াল করেন ১৫৫ রান। মজবুত ভিতের ওপর দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে-তে রেকর্ড রান করলেন হরমনপ্রীতার। ভারতের সেরা ব্যাটার স্মৃতি ৬৬ বলে ৮০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন। প্রতিকা ৭৫ রানের দারুণ ইনিংস করেন। এরপর হরমনপ্রীত কৌর (২২), জেমাইমা রডগরিগড (৩৩)-রা সেট হয়ে উইকেট ছুড়ে আসেন। দক্ষিণ আফ্রিকার পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ নম্বরে নেমে দারুণ ইনিংস খেলেন রিচা (২২ বলে ৩৩)। অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংয়ের সামনে ভারতীয় মহিলারা মোট ৭টি ওভার বাউন্ডারি ও ৩৪টি বাউন্ডারি হাঁকান। ভারতের ইনিংস ৪৮.৫ ওভারে শেষ হয়। তাঁর জন্মদিনে অজি পেসার আনবেল সুথারল্যান্ড ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন।