মহিলা এশিয়া কাপের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অক্টোবর ২০২২-এর আইসিসি মহিলা বিভাগে প্লেয়ার অফ দ্য মান্থ (ICC Women's Player of the Month)অ্যাওয়ার্ডে নির্বাচিত হলেন পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার।
Scoring 145 runs at an average of 72.50 during the last month and taking 8 wickets, Nida Dar edge out Jemimah Rodrigues and Deepti Sharma for the ICC honor
Congratulations @CoolNidadar 🥳👏#CricketTwitter pic.twitter.com/5LoseBGEjE
— Female Cricket (@imfemalecricket) November 7, 2022
মেয়েদের বিভাগে দুই ভারতীয় তারকাকে টেক্কা দিয়ে অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার হাতে তুললেন পাকিস্তানের অল-রাউন্ডার নিদা দার। খেতাবের লড়াইয়ে ছিলেন জেমিমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। যদিও শেষমেশ পাক তারকার কাছে পিছিয়ে পড়েন তাঁরা।
Outstanding with both bat and ball ✨
A terrific all-rounder has been voted the ICC Women's Player of the Month for October 👏Details 👇
— ICC (@ICC) November 7, 2022
অক্টোবরে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন দার।ছয় ম্যাচে ৭২.৫০ এর দুর্দান্ত গড়ে ১৪৫ রান সংগ্রহ করেছিলেন এবং মাত্র ১৪.৮৭ গড়ে নিয়েছিলেন আট উইকেট।পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটিং এবং বোলিং বিভাগে দারের ধারাবাহিক পারফরম্যান্স পাকিস্তানকে সেমিফাইনালে পৌঁছতে সাহায্য করেছিল, তবে সেমিফাইনালে তারা শ্রীলঙ্কার কাছে মাত্র এক রানে হেরে গিয়েছিল।