New Zealand Women's Cricket Team. (Photo Credits:X)

NZ W vs BAN W: মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (ICC Women's Cricket World Cup 2025) ইংল্যান্ডের (England Women's Cricket Team) পর এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারল বাংলাদেশ (Bangladesh Women's Cricket Team)। গুয়াহাটিতে কিউইদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে ২২৭ রানের মধ্যে বেঁধে রেখেছিলেন নিগার সুলতানা (Nigar Sultana)-রা। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ১০০ রানের বড় ব্যবধানে হারতে হল বাংলাদেশ মহিলা দলকে। নিউ জিল্যান্ডের ২২৭ রানের জবাবে মাত্র ৩৯.৫ ওভারে ১২৭ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। বাংলাদেশের হারের মাঝে উজ্জ্বল লেগস্পিনার রাবেয়া খান (Rabeya Khan)। বরিশালের ২০ বছরের স্পিনার রাবেয়া ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন। পাশাপাশি ৯ নম্বরে নেমে ২৫ রানের ইনিংস খেলে দলের রানকে একশোর গণ্ডি টপকান। রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভরাডুবি হয়েছিল বাংলাদেশের।

৩৩ রানের মধ্যে ৬টি উইকেট হারিয়েছিল বাংলাদেশ

রান তাড়া করতে নেমে মাত্র ৩৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় পদ্মাপাড়ের দেশের মহিলা ক্রিকেট দল। তখন মনে হচ্ছিল ৫০ রানের মধ্যে অল আউট হয়ে যেতে পারেন নিগার-রা। কিন্তু ৬ নম্বরে নেমে ফহিমা খাতুন (৩৪), ও আটে নামা নাহিদা আখতার (১৭)-এর ইনিংসে বড় লজ্জা বাঁচে বাংলাদেশের। লো স্কোরিং ম্যাচে ৬৯ রানের দুরন্ত ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হন ব্রুক হালিডে। বাংলাদেশের মাত্র তিনজন ব্য়াটার তিন অঙ্কের রান করেন। অধিনায়িকা নিগারা সুলতানা (৪) থেকে শারমিনা আখতার (৩), রুবায়া হায়দার (৪), শোবোনা মোস্তারি (২), সুমায়া আখতার (১)-রা পুরোপুরি ব্যর্থ হন।

১০০ রানে জিতল নিউ জিল্যান্ড মহিলা ক্রিকেট দল

চলতি বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল কিউই মহিলা ক্রিকেট দল

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার দিয়ে শুরুর পর চলতি বিশ্বকাপে প্রথমবার জয়ের স্বাদ পেল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড মহিলা দল। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করার পর, বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হারল। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৮ রানে অল আউট হওয়ার পর, শক্তিশালী ইংল্যান্ড ব্য়াটিংলাইনআপকে ধরাশায়ী করে ১০৩ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। তবে শেষরক্ষা হয়নি, হেথার নাইটের অপরাজিত ৭৯ রানের সৌজন্যে গুয়াহাটিতে আয়োজিত সেই ম্যাচে ২৩ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরেছিলেন নিগার সুলতানারা। বাংলাদেশের বোলিং অসাধারণ হলেও খারাপ ব্য়াটিং তাদের ডোবাচ্ছে।

সোমবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ প্রোটিয়াদের, মঙ্গলে কিউইদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

চলতি মহিলাদের বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বিশাখাপত্তনামে সোমবার, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। অন্যদিকে, নিউ জিল্যান্ডের পরবর্তী ম্যাচ মঙ্গলবার, কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে।