Harmanpreet Kaur Suspension (Photo Credit: Twitter/@mufaddal_vohra)

চলতি বছর ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসতে চলেছে মহিলাদের ৫০ ওভারের ফর্ম্যাটের ক্রিকেট বিশ্বকাপ (ICC Women's ODI World Cup 2025)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত মহিলাদের ১৩ তম ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট আটটি দেশ। ভারতের চারটি ও শ্রীলঙ্কার একটি শহরে হবে টুর্নামেন্টের ম্যাচগুলি। পাকিস্তান মহিলা ক্রিকেট দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। দীর্ঘ ১২ বছর পর মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ ভারতে হতে চলেছে। উদ্বোধনী ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল (সম্ভবত) হবে বেঙ্গালুরু-র চিন্নাস্বামী স্টেডিয়ামে।

বেঙ্গালুরু, গুয়াহাটি, বিশাখাপত্তনাম, ইন্দোর ও কলম্বোয় হবে ম্য়াচগুলি

দক্ষিণ ভারতের বাগিচার শহরের পাশাপাশি ভারতের যে তিনটি কেন্দ্রে খেলা হবে সেগুলি হল- গুয়াহাটি (এসিএ স্টেডিয়াম), বিশাখাপত্তনম ও ইন্দোর (হোলকার স্টেডিয়াম)। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামেও আয়োজিত হবে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ। আগামী ২ নভেম্বর ফাইনাল হবে বেঙ্গালুরু অথবা কলম্বোয়। একমাত্র পাকিস্তান ফাইনালে উঠলে তবেই শ্রীলঙ্কায় ফাইনাল হবে, তা না হলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেই হবে ফাইনাল। মহিলাদের এই বিশ্বকাপ ক্রিকেটের মূলপর্বে যোগ্যতানির্ণায়ক টুর্নামেন্ট থেকে খেলে আসা পাকিস্তান মহিলা দলের নক আউটে ওঠার সম্ভাবনা খুবই কম।

উদ্বোধনী ম্যাচ, একটি সেমিফাইনাল ও ফাইনাল হবে বেঙ্গালুরুতে

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে আগামী ২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল ম্য়াচটি আয়োজিত হবে গুয়াহাটি বা কলম্বোয়। পাকিস্তানের মহিলা দল সেমিফাইনালে উঠলে খেলাটি হবে কলম্বোয়, আর তা না হলে গুয়াহাটিতে হবে সেমিফাইনাল ম্য়াচ। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হবে ৩০ অক্টোবর, বেঙ্গালুরুতে। চলতি বছর পাকিস্তানে আয়োজিত পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সেখানে খেলতে যায়নি, পরিবর্তে টিম ইন্ডিয়া ফাইনাল সহ সব ম্য়াচ খেলেছিল নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

মোট পাঁচটি কেন্দ্রে হবে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ

কোন আটটি দেশ খেলছে

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে এবার শুরুতে আটটি দল একে অপরের সঙ্গে রাউন্ড রবীন লিগে খেলবে। মানে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। যে আটটি দেশ অংশ নিচ্ছে সেগুলি হল-ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ। লিগ পর্যায়ের শেষ পয়েন্ট তালিকায় থাকা প্রথম চারটি দেশ খেলবে সেমিফাইনালে। গতবার, ২০২২ মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল নিউ জিল্যান্ডে, ইংল্যান্ডকে হারিয়ে কাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

আগামী বছর ইংল্যান্ডে হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ

চলতি বছর মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি আগামী বছর মহিলাদের টি-২০ বিশ্বকাপের সূচিও ঘোষিত হল। ২০২৬ মহিলাদের আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজিত হবে ইংল্য়ান্ড। উদ্বোধনী ম্য়াচটি হবে ১২ জুন, বার্মিংহ্য়াম। ১২ দেশের এই বিশ্বকাপের ফাইনাল হবে ৫ জুলাই, লর্ডসে।