Shreya Ghoshal (Photo Credits: X)

Shreya Ghoshal World Cup 2025 Song: নিজেদের দেশের মাটিতে হতে চলা মহিলাদের বিশ্বকাপে অফিসিয়াল গানটা গাইলেন বাঙলার মেয়ে শ্রেয়া ঘোষাল। মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এবারের আসর। ১২ বছর পর ফের ভারতের মাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ হতে চলেছে। ইতিমধ্যেই স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষদের নিয়ে জয়ের প্রার্থনা শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। ধীরে ধীরে মহিলাদের বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বাড়ছে। আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু মহিলাদের ১৩তম ওয়ানডে বিশ্বকাপ।

শ্রেয়ার গলায় অফিসিয়াল গান

টুর্নামেন্ট শুরু হতে বাকি আর দিন ১১। এরই মধ্যে শুক্রবার আইসিসি প্রকাশ করল বিশ্বকাপের থিম সঙ-এর একটি অংশ। গানটি গেয়েছেন বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল। আইসিসি তাদের এক্স (Twitter) হ্যান্ডেলে শ্রেয়ার রেকর্ডিং সেশনের একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে শোনা যাচ্ছে,"তারিকিতা তারিকিতা ধুম… ধক ধক… আমরা তৈরি… (Tarikita Tarikita dhom… dhak dhak)” শ্রেয়ার গলায় এই গান ইতিমধ্যেই ক্রিকেট সমর্থকদের মন জিতেছে।

শুনুন গানটির কয়েকটি লাইন

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রেয়া

৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটির বরষপাড়ার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি গান গাইবেন শ্রেয়া ঘোষাল। তাঁকে দেখা যাবে অফিসিয়াল থিম সঙ “ব্রিং ইট হোম” পরিবেশন করতে। এর আগে তিনি ২০১০ কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান এবং ২০১৪ এশিয়ান গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গান গেয়েছিলেন।

বিশ্বকাপের ফরম্যাট

মোট আটটি দেশ অংশ নিচ্ছে এবারের বিশ্বকাপে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আয়োজক ভারত ফেভারিট হিসাবে নামছে। নিউ জিল্যান্ড ডার্ক হর্স, শ্রীলঙ্কা রাখছে অঘটনের সম্ভাবনা। তবে পাকিস্তান ও বাংলাদেশের থেকে বড় চমক আশা কম।

প্রথমে প্রতিটি দল রাউন্ড রবীন লিগে একে অপরের সঙ্গে একবার করে খেলবে। প্রতিটি দল খেলবে ৭টি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় থাকা প্রথম চারটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল হবে ২৯ ও ৩০ অক্টোবর গুয়াহাটি ও নবি মুম্বইয়ে। পাকিস্তান রাজনৈতিক কারণে তাদের ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। কেবল সেমিফাইনাল বা ফাইনালে পাকিস্তান উঠলে কলম্বোয় ম্যাচ আয়োজন হবে। ফাইনাল ম্যাচ হবে ২ নভেম্বর, নবি মুম্বইয়ে।