ICC World Cup 2019: কমেন্ট্রি বক্সে সৌরভ গাঙ্গুলি-র সঙ্গে আছেন এই দুই ভারতীয় কমেন্টেটার
বিশ্বকাপে কমেন্ট্রি বক্সে দাদাগিরি। (Photo Credits: Twitter @SGanguly99)

স্পোর্টস ডেস্ক:  বিশ্বকাপে দাদাগিরি। কমেন্ট্রি বক্সে থাকছেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। আগামী ৩০ জুন থেকে ইংল্যান্ড-ওয়েলেশ (England-Wales) শুরু হতে চলা আইসিসি বিশ্বকাপ ২০১৯ (ICC world cup 2019) -এ ধারভাষ্যকারদের নাম ঘোষণা করা হল। আইসিসি-র সেই ২৪ জনের কমেন্টেটার-দের প্যানেলে সৌরভ গাঙ্গুলি ছাড়াও আছেন আরও দুই ভারতীয়। তাঁরা হলেন হর্ষ ভোগলে (Harsha Bhogle) ও সঞ্জয় মঞ্জেরকর (Sanjay Manjrekar)। হালের বাইশ গজের দুনিয়ায় ভারতের সেরা তিন ধারভাষ্যকার এই তিনজনই।

বিশ্বের সেরা ২৪জন ধারাভাষ্যকারদের নিয়ে সাজানো 'কমেন্ট্রি প্যানেলে' আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক, প্রাক্তন অজি তারকা মাইকেল স্লেটার, পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার ওয়াসিম আক্রম (Wasim Akram), শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara)। এ ছাড়াও আছেন পাকিস্তানের রামিজ রাজা (Ramij Raja), জিম্বাবোয়ের পমি মাঙ্গোয়া (Pommie Mbangwa) , বাংলাদেশের আতহার আলি খান (Athar Ali Khan)। তিনজন মহিলা ধারাভাষ্যকরদের মধ্যে থাকছেন ইশা গুহা। ইয়ান বিশপ, নাসের হুসেন, শন পোলক, সিমোন ডুল, মাইকেল আর্থারটনদের সঙ্গে কমেন্ট্রি বক্সে থাকছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকালামও।

২০১৮ অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলি কমেন্ট্রি বক্সে দারুণ পারফম করেন। দাদার ক্রিকেটীয় বিশ্লেষণ, কথা বলার সময় জ্ঞান, সেন্স অফ হিউমার-এ দারুণ খুশি আইসিসি কর্তারা সৌরভকে কমেন্ট্রি প্যানেলে রাখলেন। বিশ্ব ক্রিকেটে এখন কমেন্ট্রি বক্সেও অদৃশ্য প্রতিযোগিতা চলে। অনেক তারকা প্রাক্তন ক্রিকেটার খেলা ছেড়ে কমেন্ট্রি বক্সে তাঁদের পেশা জমাতে চাইছেন। কমেন্ট্রি বক্সে থাকলে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা যায়, আবার মোটা অর্থ রোজগারেরও সুবিধা থাকে। কিন্তু বেশ কয়েকজন তারকা প্রাক্তন ক্রিকেটারই কমেন্ট্রি বক্সের অদৃশ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন। সৌরভ গাঙ্গুলি কিন্তু তাঁর ক্রিকেট জীবনের মত কমেন্ট্রি বক্সেও দারুণ সফল। অপ্রয়োজনীয় কথা না বলে সঠিক সময় সঠিক কথা বলেই কমেন্ট্রি বক্সে বাজিমাত করেন দাদা।