বিশ্বকাপ ২০১৯: অংশগ্রহণকারী দশটি দেশের অধিনায়কদের কথা
অধিনায়কদের মগজাস্ত্রেই লুকিয়ে বিশ্বকাপের ভাগ্য। (Photo Credits: @cricketworldcup/Twitter)

৩০ মে থেকে ইংল্যান্ড-ওয়েলশে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ (ICC World Cup 2019)। দশটি দেশকে নিয়ে শুরু হতে চলা বিশ্বকাপে জোরদার লড়াই হবে। কারণ কম দল নিয়ে বিশ্বকাপ হওয়ায় কোন সহজ ম্যাচ থাকছে না। তার ওপর রাউন্ড রবীন লিগ থেকে সেমিফাইনালে উঠতে হবে বলে লড়াইটা আরও কঠিন। প্রতিটি দলেই অন্তত একজন করে এমন ক্রিকেটার আছেন যারা নিজেদের সেরা দিনে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারেন। আর এমন একটা কঠিন বিশ্বকাপে ফারাক দিতে পারে অধিনায়কদের একটা ছোট্ট সিদ্ধান্ত। দল বাছাই থেকে সঠিক সময় বোলার বাছা, বা ব্যাটিং অর্ডার ঠিক করা। অধিনায়কদের মস্তিষ্কের ওপরেই অনেকটা নির্ভর করছে আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ২০১৯-র অধিনায়কদের---

বিশ্বকাপ ২০১৯-এর দশ অধিনায়ক। ((Photo Credits: @cricketworldcup/Twitter)

বিশ্বকাপ ২০১৯-র অধিনায়করা

ভারত- বিরাট কোহলি (Virat Kohli)

খুব আবেগী মানুষ। সব সময় চেগে থাকেন। দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে বলেন। দলের খেলোয়াড়দের পাশে সব সময় দাঁড়ান। কোহলিকে সাহায্যের জন্য থাকছেন ধোনি। সঙ্গে সহ অধিনায়ক রোহিত শর্মা তো আছেনই।

ইংল্যান্ড- ইয়ন মরগ্যান (Eion Morgan)

গত বিশ্বকাপে তাঁর নেতৃত্বেই ইংল্যান্ড বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে মরগ্যান গড়েছেন স্বপ্নের ইংল্যান্ড দল। যে দলে ম্যাচ উইনারের ছড়াছড়ি। গত ৬টা বিশ্বকাপে একবারও সেমিফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। এবার মরগ্যানরা স্বপ্ন দেখাচ্ছেন। বেশ কয়েকদিন ধরে তাঁরাই আইসিসি ওয়ানডে ক্রম তালিকায় এক নম্বর দেশ। ধারাবাহিকভাবে ভাল খেলছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া- অ্যারন ফিঞ্চ (Aaron Finch)

কেপটাউনের কুখ্যাত বল বিকৃতি কাণ্ডের পর সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার নেতৃত্বভারে চাপে অ্য়ারন ফিঞ্চের কাঁধে। ফিঞ্চ বারবার ব্যর্থ হচ্ছিলেন। অস্ট্রেলিয়া কিছুতেই ছন্দ পাচ্ছিল না। কিন্তু বিশ্বকাপের ক মাস আগে দারুণভাবে জ্বলে উঠেছে অজিরা। ভারতে প্রথম দুটি ম্যাচে হারের পর অপ্রত্যাশিতভাবে ওয়ানডে সিরিজ জয়। ইউএই-তে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ফিঞ্চ ব্রিগেড টগবগ করছে।

দক্ষিণ আফ্রিকা-ফাফ দুপ্লেসিস

পাকিস্তান- সরফরাজ আহমেদ

শ্রীলঙ্কা-করুণারত্নে

ওয়েস্ট ইন্ডিজ-জেসন হোল্ডার

নিউজিল্যান্ড- কেন উইলিয়ামসন

বাংলাদেশ-মাশরাফি মুর্তাজা

আফগানিস্তান- গুলবাদিন নাইব