আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(ICC) তাদের বার্ষিক পুরস্কারের জন্য চারটি বিভাগে চারজন করে মনোনীত খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে। সেরা টি২০ (T20) ক্রিকেটার পুরস্কারের মনোনয়ন তালিকায় রয়েছেন ভারতের সূর্য কুমার যাদব (Suryakumar Yadav), নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান (Mark Chapman), উগান্ডার অল্পেশ রামজানি (Alpesh Ramjani) এবং জিম্বাবোয়ের সিকান্দার রাজা(Sikandar Raza)।
ICC Men’s T20I Cricketer of the Year 2023 nominees named
Vote now for the ICC Men's T20I Cricketer of the Year#Cricket #ICCAwards #SAvsIND #PAKvAUS pic.twitter.com/wC443rs76V
— CricJigyasa (@CricJigyasa) January 3, 2024
২০২৩ সালের উদীয়মান মহিলা ক্রিকেটারের বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনয়নে যাদের নাম উঠে এসেছে তারা হল অস্ট্রেলিয়ার ফোবি লিচফিল্ড, বাংলাদেশের মারুফা আক্তার, ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার।
JUST IN: 🚨
ICC has revealed the nominees for Women’s Emerging Cricketer of the Year 2023.
Who has your vote? 🤔#CricketTwitter #ICCAwards pic.twitter.com/consUawnTQ
— Female Cricket (@imfemalecricket) January 3, 2024
২০২৩ সালের উদীয়মান পুরুষ ক্রিকেটারের বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনয়নে যাদের নাম উঠে এসেছে তারা হল নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra), ভারতের যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি (Gerald Coetzee) এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা (Dilshan Madushanka)।
A pair of exciting fast bowlers and two classy left-hand batters are in the running for ICC Men’s Emerging Cricketer of the Year honours for 2023 🏆#ICC#ICCAwards#BabarAzam𓃵
More 👉 https://t.co/W4Gpdt7ZSE#ViratKohli𓃵#PAKvsNZ#PakvsAUS#INDvsSA #IndvsAUS pic.twitter.com/QLLc2ROMzS
— Ehsan ELahi (@sayam_elahi) January 4, 2024
টি-২০ ক্রিকেটের নজরকাড়া পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি র বর্ষসেরা পুরস্কারের জন্য যাদের নাম মনোনীত হয়েছে তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস( Hayley Matthews) অস্ট্রেলিয়ার এলিসি পেরি (Ellyse Perry) ইংল্যান্ডের সোফি একলেস্টোন (Sophie Ecclestone ) ও শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু (Chamari Athapaththu)
Here are the player's who are nominated for ICC women's T20I Cricketer of the Year 2023 shortlist 💥#ICCAwards | pic.twitter.com/2BMV5nprQu
— Dhana karanam (@imdhana_karanam) January 3, 2024