শ্রীলঙ্কায় এমার্জিং এশিয়া কাপে সুযোগ পেয়ে সেভাবে কিছুতেই করতে পারেননি রিয়ান পরাগ (Riyan Parag)। পরগাকে এমার্জিং এশিয়া কাপে সুযোগ দেওয়া নিয়ে জোর সমালোচনা হয়। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ফিরে তাঁর কেরিয়ারের অন্য়তম সেরা পারফরম্যান্সটা মেলে ধরলেন অসম তথা রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার রিয়ান পরাগ।
একবারে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে শুক্রবার পুদুচেরিতে দেওধর ট্রফির ৫০ ওভারের ম্যাচে নীতীশ রানার নেতৃত্বে খেলা উত্তরাঞ্চলের বিরুদ্ধে ৬ নম্বরে নেমে ১০২ বলে অবিশ্বাস্য ১৩১ রানের ইনিংস খেললেন পূর্বাঞ্চলের হয়ে খেলা ২১ বছরের পরাগ। পরাগ যখন ক্রিজে নামেন তখন পূর্বাঞ্চলের স্কোর ৫ উইকেটে ৫৭ রান। আউট হয়ে ফিরে গিয়ে ছিলেন অভিমন্য়ু ঈশ্বরণ (১০), উতকর্ষ সিং (১১), বিরাট সিং (২), শুভ্রাংশু সেনাপতি (১৩), ও সৌরভ তিওয়ারি (১৬)। তখন মনে হচ্ছিল পূর্বাঞ্চল ১০০ রানের কমে অল আউট হয়ে যেতে পারে।
দেখুন টুইট
HUNDRED FOR RIYAN PARAG!!!!
Hundred from just 84 balls with 4 fours & 8 sixes in Deodhar Trophy when East Zone was in big trouble with 57 for 5, what a knock. pic.twitter.com/4XbQUIdSLB
— Johns. (@CricCrazyJohns) July 28, 2023
সেখান থেকে ঝাড়খণ্ডের ১৮ বছরের উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগ্রা-কে নিয়ে অবিশ্বাস্য পার্টনারশিপ করলেন পরাগ। পরাগ-কুশাগ্রা ষষ্ঠ উইকেটে ২৩৫ রান যোগ করলেন। কুশাগ্রা ৮৭ বলে ৯৮ রানে আউট হন। শেষ অবধি পূর্বাঞ্চল নির্ধারিত ৫০ ওভারে করে ৮ উইকেটে ৩৩৭ রান। পরাগদের বিপক্ষে ছিলেন সন্দীপ শর্মা, হর্ষিত রানা, মায়াঙ্ক মারকান্ডেদের মত তারকা বোলাররা।