ইন্দোনেশিয়ায় দুরন্ত জয় ভারতের তারকা শাটলার এইচএস প্রণয়ের (HS Pronnay)। শুক্রবার ইন্দোনেশিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের চার নম্বর জাপানের কোদাই নারাওকাকে ২১-১৮, ২১-১৬ হারালেন প্রণয়। দু জনের শেষ পাঁচটা ম্যাচে এই প্রথম নারাওয়াকেক হারালেন প্রণয়। তবে প্রণয় জিতলেও হেরে গেলেন শ্রীকান্ত কিদাম্বি। কোয়ার্টার ফাইনালে শ্রীকান্তকে হারালেন চিনের তারকা শাটলার লি শেইফেং ১৪-২১, ২১-১৪,১২-২১।
শ্রীকান্ত জিতলে পুরুষদের সেমিফাইনালে দুই ভারতীয় মুখোমুখি হতেন। এবার সেমিতে এইচএস প্রণয়ের সামনে লি শেইফেং।
দেখুন টুইট
Mr Beast aka HS Prannoy defeats Kodai Naroka in two straight games.HS Prannoy reaches third final of 🇮🇩 Open previously he lost to Kasumaza Sakai and Zhao Junpeng in 2017 and 2022.
Hsp defends 8400 points from 🇮🇩 Open 2022.
First win for HSP against Kodai#IndonesiaOpen2023 pic.twitter.com/CWF0i2ABSz
— ❤️ 🏸 A Joshi (@Badminton1993) June 16, 2023
ইন্দোনেশিয়া ওপেন (Indonesian Open 2023)-এর পুরুষদের ডবলসের কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি-র। পুরুষদের ডবলসে দুনিয়ার এক নম্বর জুটি ইন্দোশিয়ার ফাজার আলফিয়ান-মহম্মদ আরদিয়ান্তোকে ২১-১৩,২১-১৩ হারাল সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। দুনিয়ার এক নম্বর জুটিকে টানা দুটি ম্যাচ হারালেন ভারতের সাচি জুটি। পেশাদার ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস ব়্যাঙ্কিংয়ে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি সাত নম্বরে আছেন।