H.S Prannoy.(Photo Credits: Twitter)

ইন্দোনেশিয়ায় দুরন্ত জয় ভারতের তারকা শাটলার এইচএস প্রণয়ের (HS Pronnay)। শুক্রবার ইন্দোনেশিয়ান ওপেন ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের চার নম্বর জাপানের কোদাই নারাওকাকে ২১-১৮, ২১-১৬ হারালেন প্রণয়। দু জনের শেষ পাঁচটা ম্যাচে এই প্রথম নারাওয়াকেক হারালেন প্রণয়। তবে প্রণয় জিতলেও হেরে গেলেন শ্রীকান্ত কিদাম্বি। কোয়ার্টার ফাইনালে শ্রীকান্তকে হারালেন চিনের তারকা শাটলার লি শেইফেং ১৪-২১, ২১-১৪,১২-২১।

শ্রীকান্ত জিতলে পুরুষদের সেমিফাইনালে দুই ভারতীয় মুখোমুখি হতেন। এবার সেমিতে এইচএস প্রণয়ের সামনে লি শেইফেং।

দেখুন টুইট

ইন্দোনেশিয়া ওপেন (Indonesian Open 2023)-এর পুরুষদের ডবলসের কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি-র। পুরুষদের ডবলসে দুনিয়ার এক নম্বর জুটি ইন্দোশিয়ার ফাজার আলফিয়ান-মহম্মদ আরদিয়ান্তোকে ২১-১৩,২১-১৩ হারাল সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। দুনিয়ার এক নম্বর জুটিকে টানা দুটি ম্যাচ হারালেন ভারতের সাচি জুটি। পেশাদার ব্যাডমিন্টনে পুরুষদের ডবলস ব়্যাঙ্কিংয়ে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি সাত নম্বরে আছেন।