ম্যানচেস্টার, ২৯ সেপ্টেম্বর: গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League 2021-22) গ্রুপ পর্বে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে দারুণ ঝলক দেখিয়েছিলেন লিওনেল মেসি (Lionel Messi)। আজ কি তেমন কিছু ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দেখাতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আজ রাতে রোনাল্ডোদের প্রতিপক্ষ স্পেনের বিয়ারিয়াল (Villarreal)। যে বিয়ারিয়ালের কাছে গতবার ইউরোপা লিগের ফাইনালে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ম্যানচেস্টার ইউনাইচেডের।
ঘরের মাঠে চাপে থেকেই আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে নামছে ম্যান ইউ। কারণ টানা দুটো ম্যাচ তারা ঘরের মাঠে হেরেছে। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে ইয়ং বয়েজের মত অখ্যাত ক্লাবের কাছে হেরে গিয়েছেন রোনাল্ডোরা। ফলে আজ তাদের জিততেই হবে। গ্রুপ এফ-এ রোনাল্ডোদের সঙ্গে আছে ইয়ং বয়েজ, বিয়ারিয়াল, আটলান্টা। গ্রুপের অন্য ম্যাচে আজ মুখোমুখি আটলান্টা-ইয়ং বয়েজ। পয়েন্ট তালিকায় এক ম্যাচ পর রোনাল্ডোরাই সবার শেষে।
জেনে নিন ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বিয়ারিয়াল ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস
ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বিয়ারিয়াল ম্যাচ কখন, কোথায় হবে?
এই ম্যাচ ৩০ সেপ্টেম্বর, বুধবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে শুরু হবে ভারতীয় সময় সাড়ে ১২টায়।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা?
সোনি পিকটার্স নেটওয়ার্ক হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সরকারী সম্প্রচারক সংস্থা। এই টুর্নামেন্টের সব ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে। সোনি টেন ১, সোনি টেন ২ এসডি ও এইচি-তে সরাসরি দেখানো হবে খেলা। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে দেখানো হবে খেলা।
অনলাইন বা ওটিটি-তে কোথায় দেখা যাবে ম্যাচ?
সোনি পিকচার নেটওয়ার্কের ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি দেখানো হবে ম্যাচ।
চ্যাম্পিয়ন্স লিগে আজ আর কী কী খেলা রয়েছে?
জুভেন্তাস বনাম চেলসি। বেনফিকা বনাম বার্সেলোনা। উল্ফসবার্গ বনাম সেবিয়া। সালজবুর্গ বনাম লিল। জেনিট বনাম মালমো। আতলান্তা বনাম ইয়ং বয়েজ।