আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দুই বড় ইংরেজ ক্লাবের ভাগ্য নির্ধারণ হবে। ইউরোপের সেরা ক্লাব ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার ম্যাচে আজ আলাদা আলাদা ম্যাচে খেলবে লিভারপুল, ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে লিভারপুল খেলবে পর্তুগালের ক্লাব বেনফিকার বিরুদ্ধে। প্রথম লেগে অ্যাওয়ে লিগে লিভারপুল ৩-০ গোলে বেনফিকাকে হারানোয়, সেমিফাইনালে ওঠার কাজটা খুব একটা কঠিন হবে না সালহা, মানে-দের। আবার স্পেনে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে নামছে ম্যানচেস্টার সিটি।
প্রথম লেগে ম্যান সিটি ঘরের মাঠে ১-০ গোলে অ্যাথলেটিকো-কে হারালেও, আজ রাতে প্রিমিয়র লিগে এখন শীর্ষস্থানে থাকা ম্যান সিটির কাছে কাজটা মোটেও সহজ হবে না। কারণ স্পেনের ক্লাবগুলি ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য। তার ওপর আবার প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের আরেক বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ছিটকে দিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ।
ইতিমধ্যেই স্পেনের দুটি ক্লাব রিয়াল মাদ্রিদ, ভিয়া রিয়াল সেমিফাইনালে উঠে গিয়েছো। অ্যাথলেটিকোর সামনে সুযোগ স্পেনের তৃতীয় হল হিসেবে সেমিতে ওঠার। ফলে এক গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে খেলতে নেমেও ম্যানচেস্টার সিটি বেশ সতর্ক।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২১-২২ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে লিভারপুল বনাম বেনফিকা ম্যাচ কবে, কোথায়, কোথায় হবে?
আজ, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। (রাত ১২টার পর হওয়ায় তারিখটা ১৪ এপ্রিল হয়ে যাচ্ছে। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড স্টেডিয়ামে হবে এই খেলা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২১-২২ কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে লিভারপুল বনাম বেনফিকা ম্যাচ কবে, কোথায়, কোথায় হবে?
আজ, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে এই ম্যাচ। (রাত ১২টার পর হওয়ায় তারিখটা ১৪ এপ্রিল হয়ে যাচ্ছে। অ্যাথলেটিকো মাদ্রিদের মেট্রোপলিটন স্টেডিয়াম)
ভারতে কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে লিভারপুল-বেনিফিকা ম্যাচ
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ম্যাচ। সোনি স্পোর্টস এইচডি/এসডি চ্যানেলে ভারতীয় সময় সরাসরি রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে খেলা।
ভারতে কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যানচেস্টার সিটি-অ্যাথলেটিকো ম্যাচ
সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে এই ম্যাচ। সোনি স্পোর্টস এইচডি/এসডি চ্যানেলে ভারতীয় সময় সরাসরি রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে খেলা।
অনলাইন বা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কীভাবে সরাসরি দেখবেন এই দুটি খেলা
সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি দেখা যাবে লিভারপুল-বেনিফকা ও ম্যান সিটি-অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ।