Renuka Singh Thakur Birthday Photo Credit: Twitter@ps26_11

Renuka Thakur: ক্রান্তি গৌড়ের পর এবার রেনুকা সিং ঠাকুর। মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (ICC Women's ODI World Cup 2025) চ্যাম্পিয়ন ভারতীয় দলের তারকা পেসার হিমাচল প্রদেশের রেনুকা সিং ঠাকুরকে মোটা অর্থের নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল তাঁর রাজ্যের সরকার। রাজ্যের বিশ্বজয়ী মেয়ে রেনুকাকে এক কোটি টাকা নগদ অর্থ পুরস্কার দিয়ে সম্মান জানাচ্ছে হিমাচল প্রদেশ সরকার (Himachal Pradesh Government)। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু এই নগদ অর্থ পুরস্কারের ঘোষণা করে জানালেন, রেনুকা ঠাকুর গোটা হিমাচল তথা দেশের গর্ব। রেনুকা হিমাচলের সব মহিলাদের আদর্শও বলে অ্যাখা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সিমলার পাহাড় ঘেরা প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্বকাপ জয়- রেনুকার রূপকথার সাফল্য

সিমলা জেলার রোহরুর প্রত্যন্ত গ্রাম পারসু থেকে দেশের জার্সিতে বিশ্বকাপ জেতার রূপকথা লেখার পথে রেনুকা টপকাতে হয় নানা বাধা। ২৯ বছরের রেনুকা এবারের ওয়ানডে বিশ্বকাপে চোটের কারণে প্রথম ম্য়াচে খেলতে পারেননি। ফাইনালেও খেলা হয়নি তাঁর। পুরো টুর্নামেন্টে ৩টি উইকেট নেন তিনি। এর আগে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের পেসার ক্রান্তি গৌড়-কে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে অন্ধ্র প্রদেশ সরকার। রাজ্যের তিন বিশ্বকাপ জয়ী স্মৃতি মন্ধনা, জেমাইমা রডরিগেজ ও রাধা যাদবের জন্য আর্থিক পুরস্কার এবং বিশেষ সংবর্ধনার ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

রেনুকাকে এক কোটি হিমাচল সরকারের

পুরস্কারের জোয়ার ভাসছে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল

বিশ্বকাপ জেতার সুবাদে ভারতীয় মহিলা দল আইসিসি-র থেকে ৩৯ কোটি ৫৫ লক্ষ ও বিসিসিআইয়ের বিশেষ পুরস্কার হিসাবে ৫১ কোটি জেতে। সঙ্গে হরমনপ্রীত, স্মৃতি মন্ধনা, জেমিমা রডরিগেজ-দের কাছে আসছে মোটা অর্থের বিজ্ঞাপনী চুক্তির প্রস্তাব। সব মিলিয়ে বিশ্বকাপ জিতে পুরস্কারের বন্যায় ভাসছেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা।