তিন বছর পর ফিরছে হিরো সুপার কাপ ফুটবল প্রতিযোগিতা। আগামী ৮ এপ্রিল থেকে আইএসএল ও আই লিগের মোট ১৬টি দলকে নিয়ে শুরু হচ্ছে হিরো সুপার কাপের মূলপর্বের খেলা। কেরলের কোঝিকোড় ও পেয়ানাদে হবে এবারের সুপার কাপ। মূলপর্বের শুরুতে হবে গ্রুপের খেলা। তারপর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ২৫ এপ্রিল। তার আগে ৩-৬ এপ্রিল পর্যন্ত চলছে কোয়ালিফাইং বা মূলপর্বে যোগ্যতাঅর্নের পালা। আইএসএলে খেলা ১১টি দল ও আই লিগ চ্যাম্পিয়ন রাউন্ডগ্লাস পঞ্জাব সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৬টি দলকে নিয়ে হতে চলা মুলপর্বের খেলায় বাকি ৪টি দল কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসবে। আই লিগের দলগুলি খেলছে যোগ্যতাপর্বে।
চারটি দলকে চারটে গ্রুপে ভাগ করে হবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপে আছে একটি করে কোয়ালিফায়ার রাউন্ড থেকে উঠে আসা দল। গ্রুপ সি-তে আছে আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। মোহনবাগানের গ্রুপে আছে এফসি গোয়া, জামশেদপুর এফসি ও কোয়ালিফায়ার টু-য়ের জয়ী দল। সেখানে ইস্টবেঙ্গল আছে গ্রুপ বি-তে হায়দরাবাদ এফসি, ওডিশা এফসি, এবং কোয়ালিফায়ার থ্রি-র জয়ী দলের সঙ্গে। বেঙ্গালুরু এফসি আছে গ্রুপ এ-তে কেরালা ব্লাস্টার্স, রাউন্ডগ্লাস পঞ্জাবের সঙ্গে এক গ্রপে। গ্রুপ ডি-তে আছে মুম্বই সিটি এফসি, চেন্নাইন এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড ও কোয়ালিফায়ার ৪-র জয়ী দলের সঙ্গে। আরও পড়ুন-বছরে ৩৮ কোটি টাকা আয়কর দিয়েছেন ধোনি
প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল সেমিফাইনালে উঠবে। তার মানে এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গলকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
আসুন দেখে নেওয়া যাক কবে কবে খেলা এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের
গ্রুপ লিগে এটিকে মোহনবাগানের ম্যাচের ক্রীড়াসূচি
১০ এপ্রিল: কোয়ালিফায়ার টু-র জয়ী দলের বিরুদ্ধে
১৪ এপ্রিল: জামেশেদপুর এফসি-র বিরুদ্ধে
১৮ এপ্রিল: এফসি গোয়ার বিরুদ্ধে
(গ্রুপে এটিকে মোহনবাগান খেলবে কোঝিকোড়ের, ইএমএস স্টেডিয়ামে)
গ্রুপ লিগে ইস্টবেঙ্গল এফসি-র ম্যাচের সূচি
৯ এপ্রিল- ওডিশা এফসি-র বিরুদ্ধে
১৩ এপ্রিল- হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে
১৭ এপ্রিল- কোয়ালিফায়ার থ্রি-র জয়ী দলের বিরুদ্ধে
(গ্রুপে ইস্টবেঙ্গল খেলবে মানজেরির পেয়ানদ স্টেডিয়ামে)
সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল: ২১ এপ্রিল- গ্রুপ এ-র চ্যাম্পিয়ন বনাম গ্রুপ সি-র চ্যাম্পিয়ন
দ্বিতীয় সেমিফাইনাল: ২১ এপ্রিল- গ্রুপ বি-র চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ডি-র চ্যাম্পিয়ন
ফাইনাল-২৫ এপ্রিল, কোঝিকোড়ে