
Heinrich Klaasen: গ্লেন ম্যাক্সওয়েলের পর এবার হেনরিখ ক্লাসেন। কয়েক ঘণ্টার ব্যবধানে আন্তর্জাতিক ক্রিকেটের দুই তারকার অবসর ঘোষণা। ক দিন আগেই চলতি আইপিএলে নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৭ বলে সেঞ্চুরি করা সান রাইজার্সের দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার হেনরিক ক্লাসেন আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন। আইপিএলের ২৩ কোটির দামি ক্রিকেটার দেশের ক্রিকেটে বঞ্চিত হয়ে অভিমানে খেলা ছাড়লেন। মাত্র ৩৩ বছর বয়েসেই নিজেকে দেশের জার্সি থেকে সরিয়ে নিলেন ক্লাসেন। যদিও আইপিএল থেকে শুরু করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ক্লাসেন।
আইপিএলে ২৩ কোটি টাকার চুক্তিতে খেলছেন ক্লাসেন, কিন্তু জাতীয় দলে ব্রাত্য
আইপিএল সহ বিভিন্ন ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে চমকপ্রদ পারফরম্যান্সের পরেও দক্ষিণ আফ্রিকা বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার হতাশায় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ক্লাসেন। দেশের হয়ে ২টি টেস্ট, ৬৬টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ ম্যাচ খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা উইকেটকিপার-ব্য়াটার। আইপিএলে সুপার হিরো সুলভ ব্যাটিং করলেও বছর দুয়েক ধরে তিনি জাতীয় দলে জায়গা পাননি। দেশের জার্সিতে শেষবার খেলেছেন চলতি বছর মার্চে পাকিস্তানের বিরুদ্ধে লাহোর ওয়ানডে-তে। দেশের জার্সিতে ওয়ানডে-তে চারটি সেঞ্চুরি আছে তাঁর। আইপিএলে আছে দুটি সেঞ্চুরি। এবারের আইপিএলের নিলামে ২৩ কোটিতে বিক্রি হয়ে সান রাইজার্সের হয়ে খেলে ক্লাসেন মোট ৪৮৭ রান করেন। একটা ওয়ানডে ইনিংসে রেকর্ড সংখ্যক ওভার বাউন্ডারি মারার রেকর্ডটা এখনও ক্লাসেনের (১৩টি) দখলে।
ক্লাসেনের অবসর
4 Tests, 60 ODIs and 58 T20Is.
Heinrich Klaasen has decided to step away from international cricket to spend more time with his family. #HeinrichKlaasen #Cricket pic.twitter.com/y5O2LzlrzB
— Wisden (@WisdenCricket) June 2, 2025
অবসরের সিদ্ধান্ত নিয়ে ইনস্টাগ্রামে কী বললেন ক্লাসেন
নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টে ক্লাসেন লেখেন, 'সত্যি বলতে এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। কিন্তু আসল হল, এই সিদ্ধান্তটা নিয়ে আমি মানসিক শান্তিও পেয়েছি। তবে অবশ্যই আজ আমার জন্য একটা মনখারাপের দিন। আমার এবং আমার পরিবারের ভবিষ্যতের জন্য কী ভালো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেকটা সময় লাগে। '
একের পর এক ক্রিকেটার অসর নিচ্ছেন
বাইশ গজের দুনিয়ায় একের পর এক তারকা ক্রিকেটার অবসরের দুনিয়ায় ঢুকে পড়ছেন। রোহিত শর্মা, বিরাট কোহলির মত মহাতারকা সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, আজ, সোমবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্য়াক্সওয়েল। ম্যাক্সওয়েলের কিছুক্ষণ পরেই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হেনরিক ক্লাসেন।