Hasin Jahan , Mohammed Shami (Photo Credit: Instagram)

দিল্লি, ২ জুলাই: মহম্মদ শামি (Mohammed Shami) এবং হাসিন জাহানকে (Hasin Jahan) নিয়ে বিতর্ক যেন থামছে না কিছুতেই। কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে ক্রিকেটার মহম্মদ শামিকে প্রত্যেক মাসে হাসিন জাহান এবং তাঁর সন্তানের ভরণ পোষণ বাবাদ ৪ লক্ষ  করে টাকা দিতে হবে। আদালতের এই রায় প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে হাসিন জাহান বলেন, নিজের পেশা থেকে বেরিয়ে আসার জন্য শামি তাঁকে চাপ দিতেন। নিজের পেশা থেকে বেরিয়ে হাসিন যাতে গৃহবধূ হয়ে যান, সে বিষয়ে শামি তাঁর উপর চাপ সৃষ্টি করেছিলেন বলে দাবি করেন হাসিন। তিনি যাতে শুধুমাত্র গৃহবধূ হয়েই থাকেন, সে বিষয়ে শামি তাঁকে বরাবর চাপ দিতেন বলে অভিযোগ করেন হাসিন জাহান।

এসবের পাশাপাশি হাসিন আরও দাবি করেন, 'আমি শামিকে খুব ভালবাসতাম তাই তাঁর সব কথা  মেনে নিয়েছিলাম। বর্তমানে আমার নিজস্ব কোনও রোজগার নেই। সেই কারণে আমাদের সব দায়িত্ব পূরণের দায়িত্ব শামির নেওয়া উচিত। তবে শামি দায়িত্ব নিতে চাননি। তাই আমরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি।'

শুনুন কী বলছেন হাসিন জাহান...

 

এসবের পাশাপাশি হাসিন আরও বলেন, কে কেমন হবে, তা তাঁর চেহারায় লেখা থাকে না। শুধু তাই নয়, পশুরাও নিজের সন্তানকে ভালবাসে, আগলে রাখে কিন্তু শামির সেদিকে কোনও খেয়াল নেই। নিজের সন্তানের উপর কীভাবে নজর রাখতে হবে, শামি আহমেদ তা জানেন না। ফলে শামি 'পশুর চেয়েও অধম' বলে আক্রমণ করেন হাসিন জাহান।

হাসিনের কথায়, শামি এবার নিজের জেদ ছেড়ে দিন। তাঁকে বরবাদ করার ক্ষমতা শামির নেই। তিনি অন্যায় নয়, ন্যায়ের পথে চলছেন। তাই তাঁকে বরবাদ করার যে ইচ্ছে শামির রয়েছে, তা কখনও পূরণ হবে না বলেও দাবি করেন হাসিন জাহান।