Harry Brook hits Century. (Photo Credits: X)

ENG vs IND 5th Test Day 4: ওভাল টেস্ট (Oval Test) জয়ের পথে ইংল্যান্ড (England Cricket Team)। রবিবার চতুর্থ দিনে চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক (Harry Brook) ও জো রুটের (Joe Root) দুরন্ত পার্টনারশিপে ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ৩-১ জয়ের দোরগড়ায় ইংল্য়ান্ড (England)। চতুর্থ দিনে টি-তে ইংল্য়ান্ড ওভালে জয় থেকে আর মাত্র ৫৭ রান দূরে, হাতে ৬ উইকেট। ৯৮ রানে ব্যাট করছেন রুট, সঙ্গে রয়েছেন জ্যাকব বেথেল (১)। ৯৮ বলে ১১১ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জয়ের কাছে নিয়ে যান ব্রুক। ব্রুক ও রুট চতুর্থ উইকেটে ১৯৫ রান যোগ করেন। ব্রুক তাঁর দশম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করার পর আকাশদীপের বলে আউট হন। ব্রুক ১৯ রানে ব্যাট করার সময় মহম্মদ সিরাজ তার ক্যাচ লুফেও অসতর্কতায় বাউন্ডারি লাইনের সীমানা পেরিয়ে যাওয়ায়, সেটি ওভার বাউন্ডারি হয়ে যায়। সেখানেই খেলা ঘুরে যায়।

৩৯তম সেঞ্চুরির পথে রুট

এরপর অবিশ্বাস্য ব্যাটিং করেন টেস্ট ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ব্রুক, আর দুইয়ে থাকা রুট। ব্রুক ১৪টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকান। ভারতীয় বোলাররা প্রথম সেশনে দুটি ও দ্বিতীয় সেশনে ১টি উইকেট পান। খুব বড় অঘটন না ঘটলে আগামী সেশনেই ম্য়াচ ও সিরিজের ফয়সালা হয়ে যেতে চলেছে। রুট টেস্টে তাঁর ৩৯তম ও চলতি সিরিজে তৃতীয় সেঞ্চুরি থেকে আর মাত্র ২টি রান দূরে রয়েছেন। এর আগে লর্ডস ও ম্য়ানচেস্টার টেস্টে সেঞ্চুরি করেন ইংল্যান্ডের এই মহাতারকা ব্যাটার।

ইয়র্কশায়ারের দুই ব্য়াটারের অনবদ্য যুগলবন্দি

সিরিজ ৩-১ জেতার পথে ইংল্যান্ড

রবিবার চতুর্থ দিনে প্রথম সেশন শেষে ইংল্য়ান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৬৪ রান। ব্রুক ৩৮ ও রুট ২৩ রানে অপরাজিত ছিলেন। জয় থেকে ইংল্যান্ড ২১০ রান দূরে ছিল, হাতে ছিল ৭টি উইকেট। এখন জিততে সেখানে ইংল্যান্ডের চাই মাত্র ৫৭ রান। লাঞ্চের পরের সেশনে ব্রুক, রুটরা করলেন ১৫৩ রান (ওভারে ৫ রানেরও বেশি করে নিলেন)।

সিরাজ যেভাবে ক্যাচ লুফে, ওভার বাউন্ডারি উপহার দিলেন 

লাঞ্চের পর ইংল্যান্ড করল ১৫৩ রান, পড়ল ১টি উইকেট

এদিন লাঞ্চের আগে ইংল্যান্ডের দুটি উইকেটের পতন হয় বেন ডাকেট (৫৪) ও অধিনায়ক ওলি পোপ (২৭)। ডাকেটকে আউট করেছিলেন কৃষ্ণা, পোপকে ফেরান সিরাজ। গতকাল ওপেনার জ্যাক ক্রাউলি বোল্ট করে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন সিরাজ। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল ১ উইকেটে ৫০। আজ, লাঞ্চ পর্যন্ত ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ১১৪ রান যোগ করল।