বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দলে হ্যারি ব্রুকের (Harry Brook) নাম না দেখে অনেকে চমকে উঠেছিলেন। কেভিন পিটারসেনের পর ইংল্যান্ডের সবচেয়ে বিস্ফোরক ম্যাচ উইনার হিসেবে মনে করা ২৪ বছরের ব্রুককে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা দেননি নির্বাচকরা। কিন্তু তারকা ওপেনার জেসন রয়ের চোটে বিশ্বকাপের দরজা খুলল আইপিএলের ১৩ কোটি ২৫ লক্ষের ব্যাটার ব্রুকের। পিঠে চোট থাকা জেসন রয়কে বাদ দিয়ে ব্রুককে বিশ্বকাপের স্কোয়াডে নিল ইংল্য়ান্ড।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের একটা ম্যাচেও চোটের কারণে খেলতে পারেননি রয়। রয়ের জায়গায় তাই ব্রুকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হল। জস বাটলারের বিশ্বকাপ দলে মিডল অর্ডারে দেখা যেতে পারে ব্রুককে। ভারতে হতে চলা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৫ অক্টোবর, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আমেদাবাদে। আরও পড়ুন- এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
দেশের হয়ে এখনও পর্যন্ত ৬টা ওয়ানডে খেলে হ্য়ারি ব্রুকের ব্যাটিং গড় মাত্র ২০। কিন্তু তাঁর প্রতিভা অনেক। টেস্টে তাঁর রেকর্ড ঈর্ষণীয়। ১২টা টেস্ট খেলে ৪টা সেঞ্চুরি করা ব্রুকের টেস্টে ব্যাটিং গড় ৬২। টানা তিনটি টেস্টে সেঞ্চুরি, আইপিএলে সেঞ্চুরি, পিএসএলে সেরা ব্যাটারের পুরস্কার সহ নানা রেকর্ড আছে ব্রুকের ঝুলিতে। কিউইদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রান না পেলেও টি-২০-তে একটি ম্যাচে ৩৬ বলে বিস্ফোরক ৬৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, বেন স্টোকস, মইন আলি, স্যাম কুরান,ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, মার্ক উড, রেস টপলে, গাস অ্যাটকিনসন।