উইকেটের কলম খুঁজে তাঁর সাফল্য বের করলে কিছুটা হতাশই হতে হবে। তাঁর চেয়ে অনেক অনেক সফল বোলার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন, অবসর নিয়েছেন, স্মৃতির আড়ালে চলেও গিয়েছেন। কিন্তু টেস্টে ১৭৮ আর ওয়ান ডে-তে ২৪৭টি উইকেটের মালিক শোয়েব আখতার বাইশ গজে তাঁর বর্ণময় চরিত্রের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ১১ বছর বাদেও সমান রকম আলোচনায়। আসলে তিনি হলেন এমন এক গোত্রের ক্রিকেটার যাকে বলা হয়...হেট হিম অর লাইক হিম, ইউ কান নট ইগনর হিম...
তিনি হলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার তথা স্পিডস্টার শোয়েব আখতার। আন্তর্জাতিক ক্রিকেটে আজও দ্রুততম ডেলিভারিটা যার করা। আজ, শনিবার তাঁর ৪৭তম জন্মদিন। হ্যাপি বার্থ ডে শোয়েব আখতার।
দেখুন আইসিসি-র শুভেচ্ছা
Fast and furious 🔥
On his birthday, we look back at some incredible displays of fast bowling by Shoaib Akhtar 💪
— ICC (@ICC) August 13, 2022