এশিয়ান গেমসে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ইভেন্টে ভারতের ষষ্ঠ স্বর্ণপদক জিতলেন সর্বজোত সিং, শিব নারওয়াল ও অর্জুন সিং চিমা। ভারতীয় ত্রয়ী ১৭৩৪ স্কোর রেকর্ড করে এবং আয়োজক চীনের দলকে এক পয়েন্টে পরাজিত করে শুটিংয়ে ভারতের জন্য গৌরব বয়ে আনে। ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ফাইনালে জায়গা করে নিয়েছেন সর্বজোত ও অর্জুন। শুটিং সাম্প্রতিক ভারতীয় ভক্তদের আনন্দ দিচ্ছে কারণ এই খেলাতে কয়েক দিনের ব্যবধানে ভারত তার চতুর্থ স্বর্ণপদক জিতে নিয়েছে। বুধবার ভারতীয় শ্যুটাররা দুটি স্বর্ণপদক জিতেছে। বৃহস্পতিবারও এই অভিযান অব্যাহত থাকে এবং তিন ভারতীয় শ্যুটার ধীরে শুরু থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সোনা তুলে নেয়। Asian Games 2023: উশুর ৬০ কেজি বিভাগে রুপো জিতলেন রোশিবিনা দেবী, অল্পের জন্য হাতছাড়া সোনা
Asian Games: Sarabjot Singh, Shiva Narwal, Arjun Singh Cheema win Gold in Men's 10m Air Pistol Team
Read @ANI Story | https://t.co/TZ9Wf3Fn0B#AsianGames #Gold #Shooting #SarabjotSingh #ShivaNarwal #ArjunSinghCheema pic.twitter.com/P2y8SHgVSl
— ANI Digital (@ani_digital) September 28, 2023
এর আগে গতকাল সিফট কাউর সামরার নেতৃত্বে ভারতীয় শ্যুটাররা এশিয়ান গেমসের শ্যুটিং ইভেন্টে আরও ৭টি পদক নিয়ে নিজেদের জাঁকজমক বজায় রাখেন। বুধবার চিনের হাংজুতে অনুষ্ঠিত এই ইভেন্টে দুটি সোনা, তিনটি রুপো ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় শ্যুটাররা। ২৫ মিটার পিস্তলের দলগত ইভেন্টে ভারতের সোনা জয় শুরু করেছেন শুটার মনু ভাকের, এষা সিং ও রিদম সাঙ্গওয়ান। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জেতেন সিফট কাউর সমরা। গতকাল এশিয়ান গেমসে শ্যুটিং-এ ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২। তখনও পর্যন্ত তিনটি সোনা, চারটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ জিতে নেয় ভারতীয় শ্যুটাররা। জাকার্তায় এশিয়ান গেমস ২০১৮-এর শেষে দু'টি সোনা সহ মোট ন'টি পদক পায় ভারত। ২০২৩ এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে ভারতকে প্রথম সোনা এনে দিলেন সিফট কাউর সমরা। ৪৬৯.৬ স্কোর করে বিশ্বরেকর্ড গড়েন তিনি। চিনের জিয়নগুয়ে ঝাং-কে হারিয়ে সোনা জেতেন ২২ বছর বয়সী এই যুব প্রতিভা।