Gianluigi Donnarumma: চ্যাম্পিয়ন্স লিগে ক মাস আগে খেতাব জয়ী পিএসজি (PSG)-র গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা-কে স্কোয়াডে নিল ইংল্যান্ডের তারকাখচিত ক্লাব ম্য়ানচেস্টার সিটি (Manchester City)। ইতালিকে ২০২০ ইউরোপ কাপে চ্যাম্পিয়ন করানো থেকে সদ্য সমাপ্ত মরসুমে পিএসজি-কে চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League 2025) খেতাব এনে দেওয়া। ২৬ বছরের ইতালিয়ান গোলকিপার দোনারুমার বর্ণময় কেরিয়ারে এবার যোগ হল ইংল্যান্ডের আকাশী নীল রঙের পেপ গুয়ার্দিওলার ক্লাব। এখন ইউরোপের অন্যম সেরা গোলকিপার দোনারুমাকে ঘরে তুলে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে বড় চমক দিলেন গুয়ার্দিওলা। ব্রাজিলের তারকা গোলকিপার এডারসনের ফেনেরবাচে চলে যাওয়ার পর সিটির গোলপোস্ট ফাঁকা হয়ে যায়। সেই জায়গাতেই এলেন তরুণ ও প্রতিভাবান তারকা দোনারুমা। এডারসন বিক্রি করে পাওয়া অর্থেই দোনারুমাকে দলে পেয়ে গেল সিটি। এডারসনের অনুপস্থিতিতে গুয়ার্দিওলার দলের গোলপোস্টের নিচে এখন দাঁড়াচ্ছেন জেমস ট্র্যাফোর্ড। কিন্তু গতকাল, রবিবার ব্রাইটনের বিরুদ্ধে সিটির গোলের নিচে আস্থা জোগাতে পারেননি ব্রিটিশ গোলকিপার ট্র্যাফোর্ড। কোচ গুয়ার্দিওলা তাই মুখিয়ে আছেন দোনারুমার জন্য।
কয়েক সপ্তাহ আগে থেকেই দোনারুমা দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজি হয়েছিলেন। প্রিমিয়ার লিগে খেলার চ্যালেঞ্জ নিতে তিনি ভীষণ আগ্রহী ছিলেন। এদিন বিকেলে মেডিকেল টেস্ট শেষ করেন এই ইতালিয়ান গোলকিপার, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় পুরো ট্রান্সফার প্রক্রিয়া। পিএসজি প্রথমে ৫০ মিলিয়ন ইউরো দাবি করলেও শেষ পর্যন্ত কম টাকায় দোনারুমাকে ছেড়ে দিতে রাজি হয়, কারণ তার চুক্তির মেয়াদ ছিল মাত্র এক বছর। পিএসজি কোচ লুইস এনরিকে অন্য ধাঁচের গোলকিপার চাওয়ায় পিএসজি লিলে থেকে লুকাস শেভালিয়েরকে দলে নেয়। এরপর থেকেই দোনারুমা রিজার্ভ বেঞ্চে চলে যান এবং শেষ পর্যন্ত দলবদলের সিদ্ধান্ত নেন।
দোনারুমা ম্যান সিটিতে
🚨🔵⚪️ Gigio Donnarumma now set to undergo his medical in Italy after deal done between all parties.
He will arrive in Manchester after the international break, but all done and sealed with #MCFC. pic.twitter.com/sZ8pjWR43T
— Fabrizio Romano (@FabrizioRomano) September 1, 2025
Gianluigi Donnarumma: One of the world’s elite shot-stoppers. Welcome to Manchester City Football Club. pic.twitter.com/FpE5KDGHJi
— Geronimo Morgans (@GeronimoMorgans) September 1, 2025
দেখুন খবরটি
মাত্র ১৬ বছর বয়সে এসি মিলানে অভিষেক হয়েছিল গোলকিপার দোনারুমার। ২০২১ সালে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়ে তিনি দ্রুত ইউরোপের অন্যতম সেরা গোলকিপারে পরিণত হন। গত মরসুমে পিএসজির ঐতিহাসিক ত্রিমুকুট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের বিরুদ্ধে৫-০ জয়ের সময় তার ক্লিনশিট দারুণ আলোচিত হয়। সব ঠিকঠাক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর ম্যানচেস্টার ডার্বিতেই সিটির হয়ে অভিষেক হতে পারে দোনারুমার।