অবশেষে থামলেন জিয়ানলুইগি বুফোঁ (Gianluigi Buffon)। প্রায় তিন দশকের বেশি সময়ের ফুটবল কেরিয়ারের শেষে দাঁড়ি টানলেন ৪৫ বছরের চির তরুণ ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক বুফোঁ।বুধবার সন্ধ্যায় ট্যুইট করে নিজের অবসরের সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিলেন। বুঁফো ট্যুইটারে মাত্র কয়েক'টি শব্দই লিখেছেন অনুরাগীদের জন্য়। বুফোঁ লেখেন, 'এটাই সব বন্ধুরা। আপনারা আমাকে সব দিয়েছেন, আমিও আপনাদের সব দিয়েছি। আমরা যা করেছি একসঙ্গে করেছি।'
That's all folks!
You gave me everything.
I gave you everything.
We did it together. pic.twitter.com/bGvIDsoFsG
— Gianluigi Buffon (@gianluigibuffon) August 2, 2023
১৯৯৫ সালে ইতালিয়ান ক্লাব পামাতে (Parma) সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন বুঁফো। ২০০১ সাল পর্যন্ত সেখানে ছিলেন তিনি। ২০০১ সালে পামা ছেড়ে চলে আসেন জুভেন্তাসে। ২০১৮ সাল অবধি সেখানে খেলার পর এক মরসুমের জন্য প্যারিস সঁ জঁরমে তে খেলেছিলেন গিগি। ফের ফেরেন জুভেন্তাসে।রপর ২০২১-২৩ পর্যন্ত সেই পামাতে খেলেই ফুটবল কেরিয়ার শেষ করলেন ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী খেলা কিংবদন্তি।
Thank you to our number 1. Grazie, Gigi! 💙 pic.twitter.com/aJBOkY42z8
— Italy ⭐️⭐️⭐️⭐️ (@Azzurri_En) August 2, 2023
GIGI 🐐 pic.twitter.com/ssHhOkBrBA
— JuventusFC (@juventusfc) August 2, 2023
Gigi per sempre 🤍🖤 pic.twitter.com/QI7Kq6oYQ3
— JuventusFC (@juventusfc) August 2, 2023