আজ ২৯ জানুয়ারি, রবিবার এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩ (FIH Hockey Men's World Cup 2023)-এর ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে জার্মানি। গতবারের চ্যাম্পিয়ন বেলজিয়াম মাত্র একবারই শিরোপা জিতেছে। আর জার্মানি দুইবার শিরোপা জিতেছে। বেলজিয়াম ও জার্মানি দুই দলই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত থাকায় তাদের মধ্যে লড়াইটা বেশ জমজমাট। বেলজিয়াম বর্তমানে ২ নম্বরে এবং জার্মানি ৩ নম্বরে রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুই দল ২-২ গোলে ড্র করে। দুই দলই দারুণ কিছু খেলোয়াড় পেয়েছে, যারা বড় মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। সাত গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বেলজিয়ামের টম বুন (Tom Boon)। অন্যদিকে জার্মানির নিকলাস ওয়েলেনও (Niklas Wellen) ছয় গোল করেছেন। ২০১৭ সালের মাঝামাঝি সময় থেকে ১৬ ম্যাচে প্রতিপক্ষকে ১০ বার হারানোর রেকর্ড রয়েছে বেলজিয়ামের।
কবে, কোথায় আয়োজিত হবে জার্মানি বনাম বেলজিয়াম ফাইনাল, হকি বিশ্বকাপের ম্যাচ?
২৯ তারিখ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) জার্মানি বনাম বেলজিয়াম ফাইনাল, হকি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে জার্মানি বনাম বেলজিয়াম ফাইনাল, হকি বিশ্বকাপে ম্যাচ?
হকি বিশ্বকাপের জার্মানি বনাম বেলজিয়াম ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়
কোথায় দেখবেন এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এর সরাসরি সম্প্রচার?
২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)
কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?
(Where to watch men’s hockey World Cup 2023 live streaming in India?)
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।
It's the grand finale of FIH Odisha Hockey Men's World Cup 2023 Bhubaneswar-Rourkela as Germany and Belgium battle it out to be the Champion of the World ?#GERvsBEL#HockeyIndia #IndiaKaGame #HWC2023 #HockeyWorldCup2023 #StarsBecomeLegends @CMO_Odisha @sports_odisha @Media_SAI pic.twitter.com/4d7rmeezeJ
— Hockey India (@TheHockeyIndia) January 29, 2023