সোশ্যাল মিডিয়ায় এখন গৌতম গম্ভীরের গ্যালারিতে বসে থাকা দর্শকদের দিকে মধ্যমা দেখানোর ভিডিয়ো ভাইরাল। অস্বস্তিতে পড়ে মধ্যমা কাণ্ডে মুখ খুললেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। গম্ভীরের দাবি, " দর্শকদের একটা অংশ গ্যালারি থেকে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। ভারতীয় হিসেবে সেটা কিছুতেই মেনে নিতে পারিনি। কেউ বা কারা যদি আমার দেশের বিরুদ্ধে কিছু বলে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারি না। তাই আমি ওইভাবে প্রতিক্রিয়া দিয়ে ফেলি। সোশ্য়াল মিডিয়ায় আপনারা যেটা দেখেন, সেটা সব সময় সত্য়ি হয় না। সেটা মাথায় রেখে আমার সমালোচনা করবেন।" প্রসঙ্গত, এশিয়া কাপে ধারাভাষ্য দিতে এখন শ্রীলঙ্কায় আছেন গম্ভীর।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োতে যদিও শোনা যাচ্ছে কোহলি-কোহলি ধ্বনি শুনে রেগে গিয়ে পালেকেলের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় গম্ভীর দর্শকদের দিকে মধ্যমা দেখাচ্ছিলেন। আরও পড়ুন-রোহিতদের জঘন্য ফিল্ডিংয়ের মাঝে বিরক্তিকর বৃষ্টি, নে-পালে বাঘ টিম ইন্ডিয়ার
দেখুন গম্ভীরের বক্তব্যের ভিডিয়ো
#WATCH | Kandy, Sri Lanka | On his recent viral video during Asia Cup 2023, former cricketer and BJP MP Gautam Gambhir says, "What is shown on social media has no truth in it because people show whatever they want to show. The truth about the video that went viral is that if you… pic.twitter.com/RX4MJVhmyd
— ANI (@ANI) September 4, 2023
দেখুন গম্ভীরের সেই মধ্যমা দেখানোর ভিডিয়ো (ভিডিয়োর শব্দ যাচাই করেনি লেটেস্টলি)
Gautam Gambhir shows his middle finger to fan chanting Kohli Kohli towards him 😲#ViratKohli | #CricketTwitter | #INDvNEP pic.twitter.com/s1Jn4rBAGV
— CricWatcher (@CricWatcher11) September 4, 2023
ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে পালেকেলের মাঠে অন্য এক ব্যক্তি ছাতা ধরে আছেন গম্ভীরের মাথায়, আর ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছেন তিনি। গম্ভীরকে দেখে তখন গ্যালারি থেকে দর্শকরা, কোহলি-কোহলি ধ্বনি দিচ্ছেন। সেটা শুনে নিজের মেজাজ ধরে রাখতে না পেরে দর্শকদের দিকে মধ্যমা বা মধ্যাঙ্গুলি দেখিয়ে বিতর্কে জড়ালেন গম্ভীর। কোহলির সঙ্গে গম্ভীরের অম্ল মধুর সম্পর্কের কথা সবার জানা। কোহলির সবচেয়ে বড় সমালোচক গম্ভীর। এবার আইপিএলে লখনৌয়ে কোহলির সঙ্গে মাঠেই সরাসরি বিবাদ লেগে গিয়েছিল সুপারজায়েন্টসের মেন্টর হিসেবে থাকা গম্ভীরের। তারপর থেকে গম্ভীর যেখানেই যান তাঁকে বিদ্রুপ করে কোহলি, কোহলি বলা হয়।