ডেভিড বনাম গোলিয়াথের লড়াই হিসেবে দেখা হচ্ছে এশিয়া কাপে গ্রুপ লিগে ভারত-নেপাল ম্যাচটাকে। এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হল বাইশ গজের সুপার পাওয়ার দেশ ভারত আর নবাগত নেপাল। কিন্তু কয়েকশো কোটি টাকার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ খেললেন নেপালের দুই ওপেনার। সোমবার পালেকেলেতে নেপালের কুশল ভুরতেল ও আসিফ শেখ ওপেনিং জুটিতে ভারতের তারকা পেসারদের দারুণভাবে সামলে ৫৯ বলে ৬৫ রানের ওপেনিং পার্টনারশিপ করলেন। শার্দুল ঠাকুরের বলে কুশল (২৫ বলে ৩৮) ফিরে যাওয়ার পরে অর্ধ শতরান পূর্ণ করেন আসিফ শেখ (৫৮)।
তবে রবীন্দ্র জাদেজা আক্রমণে আসতেই নেপালের ব্যাটারদের অনভিজ্ঞতা সামনে চলে আসে। বাঁ হাতি অফ স্পিনারের বলে ফুটওয়ার্ক সমস্যায় জেরবার নেপালের ইনিংসে ধস নামে। সন্তান হওয়ায় গতকাল রাতে ভারতে ফিরে যান বুমরা। তিনি আবার সুপার ফোর রাউন্ড থেকে দলের সঙ্গে যোগ দেবেন।
দেখুন টুইট
Rain stops Play....Nepal 178 for 6 from 37.5 overs.
One of the worst days in the field for India in recent times. pic.twitter.com/2rx5KSqRjm
— Johns. (@CricCrazyJohns) September 4, 2023
বুমরার পরিবর্তে এদিন খেলেন মহম্মদ সামি। ৩৭.৫ ওভারে নেপালের স্কোর ৬ উইকেটে ১৭৮ রান থাকা অবস্থায় নামে বৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর নেপালের বিরুদ্ধে ম্যাচেও বরুণদেবের কোপ পড়ায় বিরক্ত টিম ইন্ডিয়ার সমর্থকরা। বিরক্তকর বৃষ্টির ম্যাচে টিম ইন্ডিয়ার ফিল্ডিং এদিন পুরোপুরি হতাশ করল। সহজ ক্যাচ মিস, মিস ফিল্ড সহ হাস্যকার ফিল্ডিং করছেন রোহিত শর্মা-রা। সাম্প্রতিককালে টিম ইন্ডিয়াকে এতটা খারাপ ফিল্ডিং করতে দেখা যায়নি।
নেপালের এক বিয়ার কোম্পানি ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ম্যাচে দেশের ক্রিকেটারদের উজ্জিবীত করতে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। টিম ইন্ডিয়ার প্রতিটি উইকেটের জন্য নেপালের বোলারদের ১ লক্ষ টাকা, প্রতিটি ওভার বাউন্ডারির জন্য ১ লক্ষ, ও ব্য়াটারদের প্রতিটি বাউন্ডারির জন্য ২৫ হাজার টাকা করে দেবে নেপালের ওই বিয়ার কোম্পানি। এখনও পর্যন্ত (৩৭.৫ ওভার) নেপালের ব্যাটাররা মোট ১৮টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে। দুটি ওভার বাউন্ডারিই এসেছে নেপালের ওপেনার কুশল ভুরতেলের ব্যাট থেকে।