পারথে টেস্টে দুরন্ত জয়ের পর ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কাজ সেরে দেশ থেকে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিলেন কোচ গম্ভীর (Gambhir)। শুক্রবার থেকে অ্য়াডিলেডে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। তার আগে মঙ্গলবার নেটে অনেকটা সময় কাটালেন ভারতীয় ক্রিকেটাররা। পারথের দ্বিতীয় ইনিংসে দুরন্ত সেঞ্চুরিতে খিদে বেড়ে গিয়েছে বিরাট কোহলির। সেটা অ্য়াডিলেডের নেটে বিরাটের ব্যাটিং দেখে সাফ ধরা পড়ছে। অ্যাডিলেডে হতে চলেছে দিনরাতের গোলাপী বলের টেস্ট। কোহলিই একমাত্র ভারতীয় ব্যাটার, যার গোলাপী বলের টেস্টে সেঞ্চুরি আছে। অ্যাডিলেডে দলে ফিরে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এদিন নেটে রোহিতও বেশ কিছুটা সময় কাটালেন।
পারথের মত অ্য়াডিলেডেও প্রথম একাদশ জায়গা হচ্ছে না রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলছেন ওয়াশিংটন সুন্দর। তিন পেসার হিসেবে খেলবেন জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা। পেসার-অলরাউন্ডার হিসেবে খেলবেন নীতীশ রেড্ডি।
দলে যোগ দিলেন গম্ভীর
Guru Gambhir is back! @GautamGambhir . The Indian head coach has rejoined the Team in Adelaide ahead of the Pink-Ball Test #BGT #INDvAUS pic.twitter.com/M6YL2PDruR
— shaziya abbas (@abbas_shaz) December 3, 2024
দেবদূত পাদিক্কাল ও ধ্রুব জুরেলের পরিবর্তে প্রথম একাদশে ঠুকছেন রোহিত শর্মা ও শুবমন গিল। মোটের ওপর এমনটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ। ওপেনার হিসেবে নামবেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। গিল খেলবেন তিনে। কোহলি চারে, কেএল রাহুল খেলবেন পাঁচে।